এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পেন্টাগন-এ ছিল বিশ্বের সবচেয়ে বড় অফিস। সেই অফিস তৈরির ৮০ বছর পর পেন্টাগনের চেয়েও বড় অফিস তৈরি হচ্ছে ভারতে।
৩৪ হাজার কোটি টাকা ব্যয় পশ্চিম ভারতের গুজরাটের সুরাটে তৈরি হয়েছে এই কর্পোরেট অফিস। অফিসটি তৈরি করতে ৩৫.৫৪ একর জমি লেগেছে।
নতুন এই কর্পোরেট অফিসের নামকরণ করা হয়েছে সুরাট ডায়মন্ড বার্স। দেশ বিদেশের হীরের ব্যবসা হবে এই অফিস থেকে।
কর্পোরেট অফিসে কাজ শুরু হলে প্রচুর কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দাবি, অন্তত দেড় লক্ষ মানুষ কাজ পাবেন সুরাট ডায়মন্ড বার্স-এ।
সারা বিশ্বের ১৭৫ টি দেশের প্রায় সাড়ে চার হাজার ব্যবসায়ী একসঙ্গে হীরের ক্রয়-বিক্রয় করতে পারবেন সুরাট ডায়মন্ড বার্স-এ।
১৭ ডিসেম্বর রবিবার এই অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত জুলাই মাসে নিজের এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ এই অফিসের ছবি শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।