পাকিস্তানঃ জঙ্গি হামলায় ২৩ জন সৈন্য নিহত

পাকিস্তানের ডেরা ইসমাইল খানের নিকটবর্তী একটি পুলিশ স্টেশনে বোমা হামলার স্থানে ক্ষয়ক্ষতি পরীক্ষা করছেন একজন সৈন্য। (১২ ডিসেম্বর, ২০২৩)

মঙ্গলবার ভোরে জঙ্গি হামলায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২৩ জন সৈন্য নিহত হয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের আদিবাসী জেলাগুলোর নিকটবর্তী জঙ্গি-প্রভাবিত ডেরা ইসমাইল খানের প্রত্যন্ত এলাকা দারাবানে এই হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। সামরিক বাহিনী একাধিক অভিযানে ২৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে বলেও জানায় তারা।

দারাবানের ঘটনার কয়েক ঘণ্টা পর মিডিয়াকে দেয়া এক সেনা বিবৃতিতে বলা হয়, ভোরে ছয় জন সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে হামলা চালায়। সন্ত্রাসীদের পোস্টে প্রবেশে বাধা দেয়া হলে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি আর আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, বিস্ফোরণের কারণে সামরিক ক্যাম্পের ভবনটি ধসে পড়ে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে, হামলাকারী ৬ জনের সবাই সামরিক অভিযানে নিহত হয়।

১১ থেকে ১২ ডিসেম্বর বৃহত্তর ডেরা ইসমাইল খান এলাকায় সন্ত্রাসী অভিযান চালানোর পরই রাতে জঙ্গি হামলা হয়। আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা ভিত্তিক ওই অভিযানে ২১ জন সন্ত্রাসী ও দুইজন সেনা নিহত হয়েছে।

তুলনামূলকভাবে নতুন জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান দারাবানে হামলার দায় স্বীকার করেছে।

গত জুলাইয়েও বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে হামলায় ১২ জন পাকিস্তানি সৈন্যকে হত্যার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠীটি।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এক্স-এ দেয়া এক বার্তায় এই হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।