কপ টুয়েন্টি এইট জলবায়ু শীর্ষ সম্মেলন: জ্বালানি তেলের পক্ষে তদ্বিরের অভিযোগ

দুবাইতে জাতিসংঘের কপ টুয়েন্টি এইট জলবায়ু সম্মেলনের ভেন্যুতে একটি বিক্ষোভের সময় পরিবেশকর্মীরা গ্লোব হাতে বিক্ষোভ করছেন। ৬ ডিসেম্বর, ২০২৩।

জলবায়ু কর্মীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি শিল্পের রেকর্ড সংখ্যক লবিস্ট দুবাইয়ে কপ টুয়েন্টি এইট জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন। কারণ বিশ্বে কয়লা, তেল এবং গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার প্রতিশ্রুতি দেয়া উচিত কি না তা নিয়ে আলোচনা তীব্রতর হচ্ছে।

কয়লা, তেল ও গ্যাসকে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী করা হয় তবে এগুলো শীর্ষ সম্মেলনের আয়োজক সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশের অর্থনীতির চালিকা শক্তিও।

সর্বসাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সাল বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নির্গমনের জন্য একটি রেকর্ড ভাঙা বছর হবে বলে অনুমান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ৪০ দশমিক ৯ বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে নিঃসরিত হয়েছে।

গ্লোবাল কার্বন প্রকল্পের গবেষণা অনুসারে, এর মধ্যে ৩৬ দশমিক ৮ বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে এবং অবশিষ্টাংশ বন উজাড় ও ভূমি ব্যবহারের পরিবর্তন থেকে নিঃসরিত হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের যদি প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পূরণ করতে হয় তাহলে আগামী ছয় বছরে গ্রীনহাউস গ্যাস নির্গমন ৪৩ শতাংশ কমাতে হবে যা বৈশ্বিক উষ্ণতাকে প্রাক-শিল্প স্তরের তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে সীমিত করতে পারবে । তারা বলেছেন,তাপমাত্রা এর বেশি বৃদ্ধি পেলে জলবায়ু পরিবর্তন সম্ভবত বিপর্যয়কর এবং অপরিবর্তনীয় হয়ে উঠবে।

তবে বর্তমান অবস্থা নির্দেশ করে যে, নির্গমন প্রকৃতপক্ষে একই সময়ের মধ্যে ৯ শতাংশ বৃদ্ধি পাবে।

সুলতান আহমেদ আল-জাবের সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রচালিত তেল কোম্পানি এডনক-এর প্রধান এবং কপ টুয়েন্টি এইটের সভাপতি। এডনক ২০২৩ সালের মধ্যে যথেষ্ট পরিমাণে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে।

আল-হাবের জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার পরিবর্তে পর্যায়ক্রমে কমিয়ে দিতে চান। তিনি জোর দিয়ে বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের অনুমোদন দেয়ার সময় এটি বৈশ্বিক উষ্ণায়নকে লাগাম দেয়ার একমাত্র উপায়।

আল-জাবেরের বিবৃতিতে তার সমালোচকদের শান্ত করার মতো খুব কম উপাদানই আছে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও জলবায়ু কর্মী আল গোর কপ প্রেসিডেন্সির ওপর তীব্র আক্রমণ শুরু করেন।

পর্যবেক্ষকরা বলছেন, শীর্ষ সম্মেলনের প্রেসিডেন্টের ওপর আলোকপাতসহ কপ টুয়েন্টি এইট আয়োজকদের চূড়ান্ত একটি ঘোষণার জন্য আলোচনার তত্ত্বাবধান কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।