টেক্সাস কর্তৃপক্ষ জানিয়েছে, অস্টিনে দিনব্যাপী ধারাবাহিক হামলায় চারজন নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এবং সান আন্তোনিওর কাছে আরও দু'জনের মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
অস্টিনের দুটি বাড়ি এবং সান আন্তোনিওর পূর্বে একটি বাসভবনে নিহতদের পাওয়া যায়। গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ও একজন মোটরসাইকেল আরোহী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ । আহতদের মৃত্যুর আশংকা নেই বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে অস্টিনের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান রবিন হেন্ডারসন ঐ ব্যক্তির নাম প্রকাশ না করে জানান, ৩০এর কোঠায় বয়স ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
হেন্ডারসন এবং অন্যান্যরা জানিয়েছেন, অস্টিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট-এর পুলিশ অফিসারকে মঙ্গলবার নর্থইস্ট আর্লি কলেজ হাই স্কুলের একটি পার্কিং লটে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে পায়ে গুলি করা হয়। এরপর দুপুরের দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ একটি বাড়ি থেকে দু'জনকে আঘাতসহ পায়। একজন আগেই মারা গিয়েছিল এবং অন্যজন হাসপাতালে নেয়ার পর মারা যান।
বিকাল ৫টার কিছু আগে আরেকটি গোলাগুলির ঘটনায় একজন পুরুষ সাইকেল আরোহী আহত হন। পরে সন্ধ্যা ৭টার দিকে অন্য একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে দু'জনকে মৃত অবস্থায় খুঁজে পায়।
ওই চারজনের মৃত্যুর বিস্তারিত জানাননি হেন্ডারসন।
প্রায় ৮০ মাইল (১২৯ কিলোমিটার) দক্ষিণে বেক্সার কাউন্টিতে শেরিফ হাভিয়ের সালাজার বলেন, অস্টিনে হামলার আগেই ওই বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।