পাকিস্তানের উত্তরাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে মঙ্গলবার দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক যন্ত্রের কিংবা আই-ই-ডি’র মাধ্যমে রাস্তার পাশে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে চারজন শিশুসহ সাতজন আহত হয়েছে।
ঐ অঞ্চলের পুলিশের মতে, ঐ স্থানটির প্রাথমিক তদন্তে দেখা গেছে যে কংক্রিটের একটি ব্লকের ভেতরে ৪ কিলোগ্রাম বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। সেই স্থান থেকে পাওয়া ছবিতে দেখা গেছে যে ঐ বিস্ফোরণে ভেঙ্গে পড়া জানালাগুলি।
কর্তৃপক্ষ বলেছে ৬ থেকে ১৭ বছর বয়সী আহত শিশুদের আফগান নাগরিক বলে চিহ্নিত করা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে আহতদের কেউই স্কুলের পোশাক পরে ছিল না। তাতে আভাস পাওয়া যায় যে আহতরা কেউই স্কুলের শিক্ষার্থী ছিল না।
ভয়েস অফ আমেরিকার দিওয়া সার্ভিসকে ১৭ বছর বয়সী আহত জাভেদ খান বলেন, “ আমি রাস্তার ধারের একজন বিক্রেতা । ঠিক যখন বিস্ফোরণটি ঘটে আমি ঠিক তখনই সেখানে গিয়েছিলাম। খান আলু-ভাজা বিক্রেতা। তিনি আরও বলেন আহত শিশুরা তার আত্মীয় । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে আহতদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশু সংকটজনক অবস্থায় রয়েছে।
সকাল নয়টার পর পরই যে এলাকায় এই ঘটনাটি ঘটে তার কাছাকাছি অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে । সেখানে একটি আর্মি পাবলিক স্কুলও রয়েছে। সেখানেই নয় বছর আগে ঠিক এই দিনেই সন্ত্রাসবাদীরা হামলা চালায়। সেই নির্লজ্জ্ব হামলায় , প্রধানত শিশুসহ ১৫০ জন নিহত হয় যা কীনা গোটা দেশকে স্তম্ভিত করে।
মঙ্গলবারের এই আক্রমণস্থলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় পেশোয়ার পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাশিফ আব্বাসি বলেন খুব সম্ভবত এই হামলার লক্ষ্যবস্তু ছিল পুলিশের গাড়ি যেটি নিয়মিত টহলের দায়িত্বে ছিল।