ব্রিটেন অভিবাসন-প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনায় অটল

রুয়ান্ডা নীতি নিয়ে ব্রিটেনের সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনের ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন। ১৫ নভেম্বর, ২০২৩।

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী অভিবাসন-প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটেন।

রুয়ান্ডার ব্যবস্থাতন্ত্রের কার্যকারিতা সম্পর্কে ব্রিটিশদের উদ্বেগ দূর করতে সে দেশের আদালতে ব্রিটিশ আইনজীবীদের বহাল রাখবে যুক্তরাজ্য।

ব্রিটেনের সুপ্রিম কোর্ট ইতোমধ্যেই রায় দিয়েছে, অভিবাসন-প্রত্যাশীদের পূর্ব আফ্রিকার দেশে পাঠাতে আগের সরকারের পরিকল্পনা অবৈধ।

তবে রুয়ান্ডা পরিকল্পনা প্রয়োগ করতে নতুন পথ খোঁজার চেষ্টা করে চলেছেন বেশ কিছু রাজনীতিক।

সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, একটি চুক্তি স্বাক্ষর করতে এই সপ্তাহে রুয়ান্ডা যাবার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির। এই চুক্তি মোতাবেক রুয়ান্ডা আরও এক কোটি ৫০ লাখ ইউরো পাবে যাতে তারা আশ্রয়-প্রক্রিয়া সংক্রান্ত সক্ষমতা বাড়াতে পারে।

রুয়ান্ডা আশ্রয় পরিকল্পনার জন্য ইতোমধ্যেই ব্রিটেনের থেকে ১৪ কোটি ইউরো পেয়েছে। এই পরিকল্পনা ২০২০ সাল থেকে কার্যকর করার কথা ছিল। তবে, এটি শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে আইনি জটিলতায় তা স্থগিত হয়ে যায়।

নভেম্বরে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের কারণে এই পরিকল্পনা বন্ধ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

গত মাসের রায়ের পর ব্রিটিশ সরকার তাদের রুয়ান্ডা পরিকল্পনায় অটল রয়েছে এবং বলেছে, আফ্রিকার ওই দেশের সঙ্গে তারা একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করার চেষ্টা করবে।