রোনালদিনিওঃ 'এমবাপ্পে পিএসজি'র হয়ে ব্যালন ড'অর জিতুক'

সাবেক ফুটবল তারকা ব্রাজিলের রোনালদিনিও। ১৭ জুন ২০১৯। (ছবি - রয়টার্স-আদ্রিয়ানো মাচাদো)

ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালদিনিও রবিবার এএফপিকে বলেন, তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে "যেকোনো দলে" থেকেই ব্যালন ড'অর জিততে সক্ষম, তবে তিনি চান এমবাপ্পে "বড় ক্লাব" প্যারিস এসজি-র হয়েই সেটি জিতুন।

রোনালদিনিও, যিনি ২০০২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন দলে ছিলেন, বলেন, “তার মতো একজন বড় মাপের খেলোয়াড় যেকোনো দলে থেকেই ব্যালন ড'অর জিতে নিতে পারে, কিন্তু আমি পিএসজিকে ভালোবাসি।”

ব্যাংককে (থাইল্যান্ড) টেকবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাঁকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "আমি আশা করি সে জিতবে। ও খুব ভালো বন্ধু এবং দারুণ একজন খেলোয়াড়। তার খেলার স্টাইল আমি পছন্দ করি।”

এই সম্মানজনক ব্যক্তিগত পুরস্কারটি এ বছরও ফরাসি দলের অধিনায়কের কাছে অধরা থেকে গেছে। এমবাপ্পে এখনো অর্জন করেননি, এমন ট্রফি খুবই বিরল। এবার তিনি তৃতীয় স্থান অধিকার করেন, যেটা তার সেরা র‍্যাংকিং।

রোনালদিনিও ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত পিএসজির ১০ নম্বর জার্সিতে খেলেন । তার ধারণা, বড় প্রতিযোগিতাগুলোতে জয় এমবাপ্পেকে সাহায্য করবে। তিনি মনে করেন পিএসজি একটি দারুন ক্লাব।

ফুটবল এবং টেবিল টেনিসের সংমিশ্রণে নতুন খেলা টেকবলের দূত হয়েছেন ব্রাজিলিয় এই খেলোয়াড়।

ক্লাবে চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বের সম্ভাব্য অংশগ্রহণ এবং ফ্রান্স-এর সাথে ইউরো ২০২৪ এর কারণে এমবাপ্পের ২০২৪ সাল ব্যস্ত যাবে বলেই মনে করা হচ্ছে।

চব্বিশ বছর বয়সী এই স্ট্রাইকারকে অনিশ্চিত চুক্তির পরিস্থিতির মধ্যে যাচ্ছেন। আগামী বছর জুনে পিএসজির সাথে তার চুক্তি শেষ হওয়ার পরই ১ জানুয়ারি থেকে পরবর্তী মৌসুমে তিনি তার পছন্দের কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন।

রিয়েল মাদ্রিদ গত কয়েক বছর ধরেই তাকে পাবার চেষ্টা করছে।

চ্যাম্পিয়ন্স লিগের এবারের অন্যতম ফেভারিট পিএসজি। ঐ ক্লাবের কাতারি মালিকের সেটাই প্রধান লক্ষ্য। তবে ১৩ ডিসেম্বর ডর্টমুন্ডে গ্রুপ পর্যায়ের শেষ দিনে এ ব্যাপারে নিশ্চিৎ হওয়া যাবে, জানান বার্সেলোনা ও মিলানের সাবেক খেলোয়াড় রোনালদিনিও।

তিনি বলেন, "প্রতি বছরের মতো এবারও (সি-ওয়ান জেতা) খুব কঠিন। কিন্তু পিএসজির দারুণ একজন কোচ আছে, দারুণ খেলোয়াড় আছে এবং তাই কোনকিছুই অসম্ভব নয়।”