২০২৩ উষ্ণতম বছর, আগামীতে আরও চরম রূপ নেবে জলবায়ু: জাতিসংঘের আবহাওয়া সংস্থা

ফাইল-ব্রাজিলের মাটো গ্রসো প্রদেশে পকোনোর কাছে প্যান্টানাল জলাভূমির ট্রান্সপ্যান্টেনেইরা সড়কের পাশে একটি এলাকা গ্রাস করেছে আগুন। ১৫ নভেম্বর, ২০২৩।

জাতিসংঘের আবহাওয়া সংস্থা বৃহস্পতিবার বলেছে, ২০২৩ সবচেয়ে উষ্ণ বছর হিসেবে যে রেকর্ড করবে তা নিশ্চিত। উদ্বেগজনক প্রবণতাগুলি বলে দিচ্ছে, আগামীতে বন্যা, দাবানল, হিমবাহের তরলীকরণ ও তাপপ্রবাহ বাড়বে।

বিশ্ব আবহাওয়া সংগঠন বা ডব্লিউএমও আরও সতর্ক করেছে, প্রাক-শিল্প যুগের থেকে এই বছরের গড় উষ্ণতা প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস (২.৫ ফারেনহাইট) বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী এই শতকের শেষভাগ পর্যন্ত উষ্ণতা বজায় রাখার যে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল তার এক-দশমাংশ এই তাপমাত্রা।

ডব্লিউএমও-র মহাসচিব বলেন, এই বছরের শুরুর দিকে এল নিনোর সূচনা হয়েছে। প্রশান্ত মহাসাগরে উষ্ণতাও বৃদ্ধি পেয়েছে। ফলে পরের বছর গড় তাপমাত্রা প্যারিসে নির্ধারিত লক্ষ্যমাত্রা ১.৫ ডিগ্রির (২.৭ ডিগ্রি ফারেনহাইট) চেয়ে বাড়তে পারে।

পিত্তেরি তালাস এক সাক্ষাৎকারে বলেন, “এটি কার্যত নিশ্চিত যে, আসন্ন চার বছরে আমরা এই ১.৫ ডিগ্রির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলব, অন্তত সাময়িকভাবে। এবং পরের দশকে আমরা কম-বেশি পাকাপাকিভাবে সেখানে পৌঁছতে চলেছি।”

ডব্লিউএমও বৃহস্পতিবার জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনের শুরুর ফলাফল প্রকাশ করেছে। এ বছর এই সম্মেলন আয়োজন করা হয়েছে তেল-সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে।

তালাস বলেন, “আমরা ২.৫ থেকে ৩ ডিগ্রি উষ্ণতার দিকে এগোচ্ছি এবং এর অর্থ হল, জলবায়ু পরিবর্তনের আরও ব্যাপক নেতিবাচক প্রভাব প্রত্যক্ষ করব আমরা।”