ইন্দোনেশিয়া প্রতিরক্ষা ব্যয় ২০ শতাংশ বাড়াচ্ছে

ফাইলঃ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ১৬ নভেম্বর সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সামিটে বক্তব্য রাখছেন।

ইন্দোনেশিয়ার বিদায়ী প্রেসিডেন্ট প্রতিরক্ষা খাতে ব্যয় ২০ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছেন যা আগামী বছরের শেষ নাগাদ পর্যন্ত বজায় থাকবে। ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী বলেছেন, ভূ-রাজনৈতিক উন্নয়নের প্রতিক্রিয়ায় দেশটির সামরিক সরঞ্জামের মান উন্নত করার জন্য প্রতিরক্ষা খাত বাড়ানো হচ্ছে।

শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতী এক সংবাদ সম্মেলনে বুধবার বলেন, প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং প্রতিরক্ষামন্ত্রী প্রাবোভো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে এটি অনুমোদিত হয়।

আসন্ন ফেব্রুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে প্রাবোভো অগ্রগামী প্রার্থী এবং তিনি প্রেসিডেন্ট উইদোদোর ছেলের সংগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শ্রী মুলিয়ানি বলেন, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বাজেট ২০ দশমিক ৭৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২৫ বিলিয়ন ডলার করা হবে।

তিনি বলেন, “চাহিদাগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে। আমাদেরসামরিক বাহিনীর সরঞ্জামগুলোর অবস্থা বিবেচনা করে এবং পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক ও ভূ-নিরাপত্তার মাঝে ক্রমবর্ধমান হুমকির কারণে তারা এটাকে প্রয়োজন হিসাবে বিবেচনা করে।

প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রে ২০২০ থেকে ২০৩৪ সাল পর্যন্ত তিন থেকে পাঁচ বছরে “উল্লেখযোগ্য” বৃদ্ধি সত্ত্বেও তা ৫৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে বলে তিনি উল্লেখ করে বলেন, এর মানে হচ্ছে এই বাজেট মাঝারি থেকে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনারসাথে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, তহবিলের অর্থ আসবে বৈদেশিক ঋণ থেকে।

প্রাবোভোর নেতৃত্বে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি সাম্প্রতিক বছরগুলিতে তাদের পুরানো সামরিক বহরকে আধুনিকীকরণের চেষ্টা করে চলেছে।