উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কিমের বোন

২০১৯ সালের ২ মার্চ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং ভিয়েতনামের হ্যানয়ে হো চি মিনের সমাধিতে পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানে যোগদান করেন।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কূটনৈতিক যোগাযোগে আসার যুক্তরাষ্ট্রের আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন এবং উত্তর কোরিয়ার সাম্প্রতিক গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের যুক্তরাষ্ট্রের নিন্দা জানানোর তীব্র সমালোচনা করেছেন। তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আরও উৎক্ষেপণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এই সপ্তাহের শুরুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণকে একটি “বেপরোয়া, বেআইনি” পদক্ষেপ বলে অভিহিত করেছেন। এটি তার প্রতিবেশীদের জন্য হুমকিস্বরূপ। কিন্তু তিনি কোনো পূর্বশর্ত ব্যতিরেকে যুক্তরাষ্ট্রের সংলাপের প্রস্তাব পুনর্ব্যক্ত করে বলেন, উত্তর কোরিয়া সংলাপের “সময় এবং বিষয়বস্তু বেছে নিতে পারে।”

কিমের বোন ও ঊর্ধ্বতন কর্মকর্তা কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং আরও স্যাটেলাইট ও অন্যান্য অস্ত্র উৎক্ষেপণের হুমকি দিয়েছেন।

কিম ইয়ো জং বলেছেন, গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক “যুক্তরাষ্ট্র এবং তার অনুসারীদের গ্যাংস্টারের মতো দাবিতে” ডাকা হয়েছিল। তিনি বলেন, উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণকে “অবৈধ” হিসেবে চিহ্নিত করার আগে কেন যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্রগুলো ঘন ঘন দক্ষিণ কোরিয়ার বন্দরে উপস্থিত হচ্ছে তা থমাস-গ্রিনফিল্ডকে ব্যাখ্যা করতে হবে।

তিনি দৃশ্যত উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা বৃদ্ধির জন্য পূর্ববর্তী যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া চুক্তির সাথে সামঞ্জস্য রেখে বিমান বহনকারী পারমাণবিক চালিত সাবমেরিনের মতো যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের ক্রমবর্ধমান উপস্থিতির কথা উল্লেখ করেন।

এই বছরের শুরুর দিকে দুটি ব্যর্থ উৎক্ষেপণ প্রচেষ্টার পর উত্তর কোরিয়া গত সপ্তাহে তার প্রথম সামরিক উপগ্রহ কক্ষপথে স্থাপনের দাবি করেছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়ার স্যাটেলাইট কক্ষপথে প্রবেশ করেছে। উত্তর কোরিয়ার স্যাটেলাইট সামরিকভাবে অর্থপূর্ণ হাই রেজোলিউশনের ছবি তৈরি করতে পারে কি না তা নিয়ে বিশেষজ্ঞরা এখনো সন্দিহান।

স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার শত্রুতা আরও বৃদ্ধি করেছে। প্রতিদ্বন্দ্বীরা তাদের পূর্ববর্তী উত্তেজনা-হ্রাস চুক্তি লঙ্ঘন করে তাদের ব্যাপক সুরক্ষিত সীমান্তে শত্রুতামূলক সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে।