পাকিস্তানের শিল্পীদের ভারতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারির আর্জির মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট ভবন।

পেশাগত কারণে পাকিস্তানের গায়ক, নৃত্য শিল্পী, অভিনেতা-অভিনেত্রীদের ভারতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ভারতের শীর্ষ আদালত মঙ্গলবার ২৮ নভেম্বর সেই আর্জি খারিজ করে দিয়ে মামলাকারীদের মুক্তমনা হতে পরামর্শ দিয়েছে।

সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জীব খন্না এবং এসভিএন ভাট্টির বেঞ্চ মঙ্গলবার বলেছে, এমন দাবিকে আদালত সায় দিতে পারে না। এই দাবি আগেই খারিজ করেছিল বম্বে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, তারা বম্বে হাইকোর্টের রায় খারিজের কোনও যুক্তি দেখছে না।

এই ক্ষেত্রে মামলাকারী ফায়েজ আনোয়ার কুরেশি একজন সিনেমা কর্মী। দুই বিচারপতি তার উদ্দেশে বলেন, "এত সংকীর্ণমনা হবেন না। শিল্পীর মর্যাদা নষ্ট করবেন না।" এই আবেদনে মামলাকারীর তরফে বলা হয়, পাকিস্তানের শিল্পীরা এসে মুম্বইয়ের বাজারে থাবা বসাচ্ছেন।

এই মামলায় বম্বে হাইকোর্ট, মামলাকারী সম্পর্কে কিছু অস্বস্তিকর উক্তি করেছে। সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছিল হাইকোর্টের মন্তব্যগুলি বাদ দেওয়া হোক। শীর্ষ আদালত সেই আর্জিও শোনেনি।

এই মামলায় দাবি করা হয়েছিল, ভারত সরকারকে আদালত বলুক যে কোনও ভারতীয় নাগরিক, কোম্পানি, ফার্ম এবং অ্যাসোসিয়েশন পাকিস্তানি শিল্পীদের নিয়োগ করা থেকে যাতে সম্পূর্ণ বিরত থাকে তা নিশ্চিত করতে। অভিনেতা, সিনেমা কর্মী, গায়ক, সুরকার, গীতিকার এবং প্রযুক্তিবিদদের উপর এই ব্যাপারে নিষেধাজ্ঞা দাবি করেছিলেন মামলাকারী।

বম্বে হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিয়ে বলেছিল এটি ‘সাংস্কৃতিক সম্প্রীতি, ঐক্য এবং শান্তির বিপরীত পদক্ষেপ। এই মামলা গ্রহণযোগ্য নয়। বম্বে হাইকোর্ট আরও বলে যে, "সকলকে বুঝতে হবে দেশপ্রেমিক হতে গিয়ে প্রতিবেশী দেশের নাগরিকের সঙ্গে শত্রুতা করা উচিত নয়।"

আদালত আরও বলে, "একজন সত্যিকারের দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি যিনি নিঃস্বার্থ। যে তার দেশের জন্য নিবেদিত। তিনি মুক্তমনের মানুষ।" আদালত আরও বলে, "একজন হৃদয়বান ব্যক্তি তার দেশে যে কোনও কার্যকলাপকে স্বাগত জানাবেন, এটাই কাম্য। যা দেশের অভ্যন্তরে এবং সীমান্তের ওপারে শান্তি, সম্প্রীতি এবং প্রশান্তিকে উৎসাহিত করবে।"

বম্বে হাইকোর্ট আদেশে আরও বলে, "শিল্পকলা, সঙ্গীত, খেলাধুলা, সংস্কৃতি, নৃত্য এবং আরও অনেক কিছু যা জাতীয়তা এবং জাতির ঊর্ধ্বে উঠে সত্যিকার অর্থে শান্তি, প্রশান্তি, ঐক্য ও সম্প্রীতিকে মজবুত করে।" সুপ্রিম কোর্ট জানায়, তারা বম্বে হাইকোর্টের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত।