১৭ দিন পর অবশেষে ভারতের উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল থেকে মঙ্গলবার ২৮ নভেম্বর ভারতীয় সময় রাতে নিরাপদে বেরিয়ে এলেন সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিক। তাদের উদ্ধারে গত সপ্তাহখানেক অবিরাম কাজ করে গেছেন উদ্ধারকারী দল। মঙ্গলবার সেই শ্রমিকদের তারা যখন বের করে আনলেন, তখন সবাই শারীরিকভাবে সুস্থ। এতদিন আটকে থাকার পর শারীরিক-মানসিক ক্লান্তি থাকলেও ভয় বা উদ্বেগ দেখা যায়নি তাদের মধ্যে। উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই উদ্ধারকারী দল ও উদ্ধার হওয়া শ্রমিকদের সাহস এবং ধৈর্যকে কুর্নিশ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মঙ্গলবার উত্তরকাশীর ওই টানেল থেকে ৪১ জন শ্রমিক নিরাপদে বেরিয়ে আসতেই এক্স হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার)-এ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, “অবশেষে সুড়ঙ্গ থেকে বেরোতে পেরেছেন সকলে। প্রত্যেকের সুস্থতা কামনা করি। এতদিন পর তারা সবাই পরিবারের কাছে ফিরতে পারবেন। এই পরিবারগুলিও যে সাহস এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা প্রশংসনীয়। আর যারা তাদের উদ্ধার করলেন, তাদের এই সাহসকে কুর্নিশ।সাহসিকতার জন্যই সব শ্রমিকরা শীঘ্রই বাড়ি ফিরবেন। আজকের এই দিন মানবতা আর পরিশ্রমের মেলবন্ধনের সাক্ষী হল।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলাতেও একই সুর। দেশের প্রথম নাগরিক তিনি। উৎকণ্ঠা যে কাটল, সে কথা তার এক্স হ্যান্ডল (পূর্ববর্তী ট্যুইটার)-এর পোস্টেই স্পষ্ট। তিনি লেখেন, “গত ১৭ দিন ধরে উদ্ধারকারী দলকে নানা ঝুঁকি, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে এগোতে হয়েছে। কিন্তু এরা কেউ হাল ছাড়েননি।শ্রমিকদের উদ্ধার করার জন্য শেষ অবধি লড়াই চালিয়ে গিয়েছেন সবাই। আজ আমি দারুণ খুশি। সকলকে অভিনন্দন। এই জয় আমায় আবেগপ্রবণ করে তুলেছে।”