রুশ যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করল ইরান - তাসনিম

রাশিয়ার পূর্ব প্রান্তের শহর কমসোমোলস্ক-অন-আমুরের এক বিমান পরিচালনা কেন্দ্রে সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান । ২৪ নভেম্বর, ২০২৩।

রাশিয়ায় নির্মিত সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান। ইরানের প্রতিরক্ষা উপমন্ত্রী দেশটির সংবাদমাধ্যম তাসনিমকে মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে তেহরান ও মস্কো আরও নিবিড় সামরিক সম্পর্ক তৈরি করেছে।

ইরানের বিমানবাহিনীর অল্প কয়েক ডজন যুদ্ধবিমান আছে, যার মধ্যে আছে রুশ যুদ্ধবিমান ও ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে কেনা কয়েকটি অত্যন্ত পুরনো মডেলের যুদ্ধবিমান।

ইরানের প্রতিরক্ষা উপমন্ত্রী মেহদি ফারাহি বলছেন, “ইরানের সেনাবাহিনীর যোদ্ধা ইউনিটে সুখোই-৩৫ যুদ্ধবিমান, এমআইএল এমআই-২৮ সশস্ত্র হেলিকপ্টার ও ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।”

রাশিয়া এই চুক্তি অনুমোদন করেছে কী না, তা তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

২০১৮ সালে ইরান বলেছিল তারা তাদের বিমানবাহিনীতে ব্যবহারের জন্য স্থানীয় নকশা অনুযায়ী কৌসার যুদ্ধবিমান নির্মাণ শুরু করেছে।

সামরিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এই যুদ্ধবিমানগুলো ষাটের দশকে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্মিত এফ-ফাইভ যুদ্ধবিমানের নকশা নকল করে নির্মাণ করা হয়েছে।