চীনের সীমান্ত রক্ষীদের সঙ্গে মিয়ানমারের নাগরিকদের বচসা

Your browser doesn’t support HTML5

২৬ নভেম্বর, রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, চীন ও মিয়ানমার সীমান্তে মিয়ানমারের জনতা চীনের সীমান্তরক্ষীদের সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত এবং ধোঁয়া বোমা থেকে পালাতে হুড়োহুড়ি করছে।

মিয়ানমারের বাসিন্দারা নিরাপদ যাতায়াত ও এক ব্যক্তির মুক্তির দাবিতে বচসা করছিল। তাদের দাবি, মিয়ানমারের এক ব্যক্তিকে আটক করে রেখেছে চীন।

চীনের সামরিক বাহিনী সপ্তাহান্তে মঙ্গলবার পর্যন্ত সামরিক মহড়া শুরু করেছে। এই দেশের সরকারি মিডিয়া বলেছে, মিয়ানমারের সঙ্গে সীমান্ত সুরক্ষিত করার লক্ষ্যে তাদের যুদ্ধের সক্ষমতা এবং প্রস্তুতি পরীক্ষা করতেই এই কর্মকাণ্ড।

মিয়ানমারের সামরিক সরকার ও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী জোটের মধ্যে লড়াইয়ের ফলে সীমান্ত অঞ্চলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। (রয়টার্স)