ভারতের গুজরাটে অকালবর্ষণ, বিপুল শস্যহানি, বজ্রপাতে এক রাতে মৃত ২০

ভারতের গুজরাটে প্রবল বৃষ্টি আর বজ্রপাতে এক রাতের মধ্যে ২০ জনের মৃত্যু ও বিপুল পরিমাণ শস্যহানি ঘটেছে।

ভারতে এখন শীতের মরশুম। তারই মাঝে নভেম্বরের শেষে অকালবর্ষণের মুখে পড়তে হল ভারতের গুজরাট রাজ্যকে। প্রবল বৃষ্টি আর বজ্রপাতে এক রাতের মধ্যেই গুজরাটে মৃত্যু হয়েছে ২০ জনের। শুধু মানুষের মৃত্যু নয়, বিপুল পরিমাণ শস্যহানিও ঘটেছে।

স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, রবিবার ২৬ নভেম্বর গুজরাটের ২৫২টি তালুকের মধ্যে ২৩৪টিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বিশেষত সুরাট, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, ভরুচ এবং আমরেলির মতো জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার পরিমাণ মাত্র ১৬ ঘন্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিলিমিটার পর্যন্ত।

বৃষ্টির সঙ্গেই ঘন ঘন বজ্রপাতও হয়। সেই বজ্রপাতে রাজ্যজুড়ে প্রাণ হারিয়েছেন মোট ২০ জন মানুষ। চাষেরও ক্ষতি হয়েছে। বিপুল পরিমাণ শস্য নষ্ট হয়েছে বলে জানা গেছে।

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে, যার প্রভাব পড়ছে সৌরাষ্ট্র ও কচ্ছঅঞ্চলে। তার প্রভাবেই অসময়ে ভয়াবহ বৃষ্টিপাত হচ্ছে। তবে আবহাওয়া অফিসের তরফে একথাও জানানো হয়েছে, সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কমতে পারে।

বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফে ত্রাণ দেওয়া শুরু হয়ে গেছে। এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ গুজরাটি ভাষায় তিনি লিখেছেন, "গুজরাতের বিভিন্ন শহরে খারাপ আবহাওয়া এবং বজ্রপাতের কারণে বহু মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই ট্র্যাজেডিতে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের এই অপূরণীয় ক্ষতির জন্য আমি গভীর শোক প্রকাশ করছি। স্থানীয় প্রশাসন ত্রাণ কাজে নিয়োজিত, আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।"