রুশ আক্রমণে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলার শিকার কিয়েভ

ইউক্রেনের কিয়েভে, আবাসিক ভবনের প্রাঙ্গনে রুশ ড্রোন বিস্ফোরণের পর ভেঙে যাওয়া জানালার কাঁচ পরিষ্কার করেছেন এক নারী। (২৫ নভেম্বর, ২০২৩)

শনিবার ভোরে ব্যাপক ড্রোন হামলার কবলে পড়ে কিয়েভ। ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে এই হামলায়।

হামলায় এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন বলে মেয়র ভিতালি ক্লিটস্কোর টেলিগ্রাম পোস্ট থেকে জানা গেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হবার পর থেকে এটাই সবচেয়ে বড় ড্রোন হামলা।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক শনিবার তাদের ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত দৈনিক গোয়েন্দা প্রতিবেদনে বলছে, নোভোরোসিস্ক ঘাটিতে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরিপূরণের সক্ষমতা তাদের সম্ভাব্য উপযোগিতার ক্ষেত্রে "উল্লেখযোগ্য ভূমিকা" রাখতে পারে।

প্রথাগতভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরিপূরণের জন্য নৌবহর সেভাস্তোপোলের ওপর নির্ভরশীল। তবে ক্রাইমিয়ার এই অবকাঠামোর ওপর ইউক্রেনের দূরপাল্লার হামলার ঝুকি বাড়ছে।

গত মাসেই, নভোরোসিস্ক থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে রাশিয়া লজিস্টিক সমস্যার সম্মুখীন হয়েছে বলে ইউক্রেন জানায় ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তার দু’টি প্যাকেজ অনুমোদন আর ইউরোপীয় ব্লকে যোগদানের আনুষ্ঠানিক আলোচনা শুরুকে বিজয় হিসেবে দেখছেন্।

ইউক্রেনকে নতুন করে সহায়তার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক বিলিয়িন ডলার প্রদানের প্রস্তাব দিয়েছেন তবে কংগ্রেস বাজেট বিষয়ে এই মাসে যে সাময়িক ব্যবস্থা নিয়েছে তাতে এই অর্থায়ন অন্তর্ভুক্ত করা হয়নি।

কিছু রিপাবলিকান আইনপ্রণেতা ইউক্রেনের জন্য আরও সহায়তা অনুমোদনের বিরোধিতা করলেও, কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা অতিরিক্ত সহায়তা এখনও সমর্থন করে যাচ্ছেন।

সোমবার এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আইনপ্রণেতাদের কাছে বাইডেনের ইউক্রেনের জন্য সর্বশেষ তহবিলের অনুরোধকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।

ব্লিংকেন বলেন, “ইউক্রেনকে তাদের প্রতিরক্ষার জন্য সাহায্য করলে ঐ অঞ্চলে বড় রকমের সংঘাত রোধ করা যাবে এবং ভবিষ্যত আগ্রাসনকেও প্রতিহত করা যাবে, যা কীনা আমাদের সকলকে আরও নিরাপদ করে তুলবে”।

ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা করেছে। হাঙ্গেরির বিরোধিতার কারণে এটি এখনও অনুমোদন পায়নি । হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান কিয়েভের সঙ্গে ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরুরও বিরোধিতা করছেন।

লাতভিয়ার প্রেসিডেন্ট এডগারস রিঙ্কেভিচের সঙ্গে কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেন্সকি, ইউক্রেনের জন্য ইইউ সহায়তা প্যাকেজ শেষ পর্যন্ত পাস হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য এপি, এ এফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।