বিবাহের সমতা মামলার রায় পুনর্বিবেচনা করবে ভারতের সুপ্রিম কোর্ট, আর্জি শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে তারা 'বিবাহের সমতা' মামলার আর্জি শুনবেন।

ভারতে 'বিবাহের সমতা' মামলা যা সমলিঙ্গ অর্থাৎ দুই নারী বা দুই পুরুষের বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার মামলা হিসাবেই পরিচিত হয়েছে, সেই মামলার রায় পুনর্বিবেচনার কথা জানাল ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে তারা আর্জি শুনবেন। আগামী ২৮ নভেম্বর এই ব্যাপারে শুনানি হতে পারে।

সুপ্রিম কোর্টে একটি সাংবিধানিক বেঞ্চ গত ১৭ অক্টোবর এই সংক্রান্ত দাবি খারিজ করে দিয়েছিল। যদিও পাঁচ সদস্যের বেঞ্চের দু’জন বিচারপতি স্বীকৃতি দেওয়ার পক্ষে মত পোষণ করেছিলেন। প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছিলেন তাদের একজন। বিচারপতি সঞ্জয় কাউল-ও সহমত ছিলেন প্রধান বিচারপতির সঙ্গে।

অপর তিন বিচারপতি রবীন্দ্র ভাট, হীমা কোহলি এবং পিএস নরসিমহা বিপক্ষে মত দেন। ফলে ৩-২ সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল হয়ে যায় আপিল। তিন বিচারপতির বক্তব্য ছিল, এই ব্যাপারে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। এটা সংসদ অথবা সরকারের বিষয়।

আদালতে একাধিক সমলিঙ্গের দম্পতি এবং তাদের স্বার্থে কাজ করা সংগঠন দাবি জানিয়েছিল বিয়ের স্বীকৃতি না থাকায় তারা সন্তান দত্তক নিতে পারছেন না, পাচ্ছেন না বিমার সুবিধা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি থেকেও বঞ্চিত হচ্ছেন। সব দিক বিবেচনা করেই মামলার রায় পুনর্বিবেচনার কথা জানাল দেশের শীর্ষ আদালত।