ডিজনি বলছে, ভারতে তাদের টিভি চ্যানেল এবং স্ট্রিমিং ক্রিকেট বিশ্বকাপে দর্শক সংখ্যার নতুন রেকর্ড স্থাপন করেছে

ভারতের আহমেদাবাদে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের পর অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ট্রফি নিয়ে উদযাপন করছে। ১৯ নভেম্বর, ২০২৩।

বৃহস্পতিবার ওয়াল্ট ডিজনি বলেছে, ভারতে তাদের টিভি চ্যানেল এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম উভয়ই সদ্য সমাপ্ত পুরুষ ক্রিকেট বিশ্বকাপে দর্শক সংখ্যার নতুন রেকর্ড স্থাপন করেছে।

ভারত থেকে রেকর্ড ৫১ কোটি ৮০ লাখ দর্শক টিভিতে ৪৮ দিনের বিশ্বকাপ দেখেছে। একইসাথে ডিজনির স্ট্রিমিং অ্যাপ ফাইনালের সময় ৫ কোটি ৯০ লাখের সর্বোচ্চ ভিউয়ারশিপ রেকর্ড করেছে।

স্ট্রিমিং সেক্টরে ধনকুবের মুকেশ আম্বানির জিও সিনেমার সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সময় ডিজনির এই রেকর্ড সামনে আসে।

সাম্প্রতিক মাসগুলোতে আম্বানি তার প্ল্যাটফর্মের এই বলে প্রচার করার চেষ্টা করেছেন যে, মোবাইল স্ট্রিমিং হলো লাইভ ম্যাচ দেখার উপায়, টিভি নয়।

সম্প্রচার শিল্প সংস্থা বিএআরসি থেকে তথ্য উদ্ধৃত করে বৃহস্পতিবার ডিজনি বলেছে, ৩০ কোটি মানুষ শুধু টিভিতে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন। ডিজনি স্টারের ক্রীড়া বিভাগের প্রধান সঞ্জোগ গুপ্তা বলেছেন, “এটি ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ইভেন্ট হয়ে উঠেছে।”

বর্তমানে ডিজনি যৌথ উদ্যোগের অংশীদার খোঁজার বা এমনকি তাদের ভারতের ব্যবসা বিক্রির বিকল্পগুলো অন্বেষণ করছে।

কোম্পানিটি হটস্টারের মাধ্যমে স্মার্টফোনে বিশ্বকাপ ক্রিকেটের বিনামূল্যে স্ট্রিমিং অফার করেছে। এটি বিজ্ঞাপনের আয় বৃদ্ধি এবং গ্রাহকদের তাদের প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়া আটকানোর কৌশলের একটি অংশ। জিওসিনেমাও ফোনে বিনামূল্যে বিশ্বকাপ ক্রিকেট দেখিয়েছে।

ক্রিকেট পাগল ভারত ৫অক্টোবর-১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়া এই বর্ণাঢ্য আয়োজনের ১৩তম সংস্করণের আয়োজক। ফাইনাল ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, এবারের বিশ্বকাপের সময় ১২ লাখ ৫০ হাজার অর্থাৎ রেকর্ড সংখ্যক দর্শক গ্যালারি থেকে ম্যাচগুলো উপভোগ করেছে।

ডিজনি প্রায় ৩০০ কোটি ডলারের বিনিময়ে ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত ভারতে আইসিসি টুর্নামেন্টগুলো দেখানোর জন্য ডিজিটাল এবং স্ট্রিমিং স্বত্ব কিনেছে।