নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নেপালে রাজতন্ত্রের পুনরুদ্ধারের দাবিতে কাঠমাণ্ডুতে মিছিলে সমবেত হয়েছে বিক্ষোভকারীরা। ২৩ নভেম্বর, ২০২৩।

নেপালের সাবেক রাজার হাজার হাজার সমর্থককে আটকাতে লাঠি ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্র হিসেবে দেশের পুরোনো মর্যাদা ফেরানোর দাবিতে এই সমর্থকরা বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রস্থলে মিছিল করার উদ্যোগ নেয়।

বিক্ষোভকারীরা কাঠমাণ্ডুর এক প্রান্তে সমবেত হয়ে সাবেক রাজা জ্ঞানেন্দ্রর সমর্থনে স্লোগান দেয় ও জাতীয় পতাকা উত্তোলন করে। তারা শহরের কেন্দ্রস্থলে যাওয়ারও চেষ্টা করে। দাঙ্গা পুলিশ তাদের আটকে দেয়, বাঁশের লাঠি দিয়ে তাদের মারধোর করে, কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে। উভয়পক্ষই অল্প আহত হয়েছে।

মিছিলের আগে কর্তৃপক্ষ শহরের প্রধান এলাকাগুলিতে বিক্ষোভ নিষিদ্ধ করে দিয়েছিল।

উত্তেজিত জনতা স্লোগান দেয়, “আমরা আমাদের রাজা ও দেশকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালবাসি। ফিরিয়ে আনো রাজতন্ত্র। শেষ করো প্রজাতন্ত্র।”

দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঠমাণ্ডুতে এসে জড়ো হয়েছিল সাবেক রাজার সমর্থকরা। তাদের দাবি, রাজতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ২০০৮ সালে এই রাজতন্ত্রের অবসান ঘটেছিল নেপালে। তাদের অভিযোগ, সরকার ও রাজনৈতিক দলগুলি দুর্নীতিগ্রস্ত এবং এই শাসনতন্ত্র ব্যর্থ।

২০০৬ সালে কয়েক সপ্তাহব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের ফলে তৎকালীন রাজা জ্ঞানেন্দ্র তাঁর কর্তৃত্ববাদী শাসন থেকে সরে যেতে বাধ্য হন এবং চালু হয় গণতন্ত্র।

দুই বছর পর রাজতন্ত্রের অবলুপ্তি ঘটাতে নতুন নির্বাচিত সংসদ ভোট দিয়েছিল এবং নেপালকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল; দেশের প্রধান হিসেবে দায়িত্ব পান প্রেসিডেন্ট।