ভারতের শীর্ষ আদালত এক মামলার প্রেক্ষিতে জানিয়েছে যোগগুরু বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাটি যদি অ্যালোপ্যাথিক ওষুধকে টার্গেট' করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করা বন্ধ না করে তাহলে তাদের ১ কোটি টাকা জরিমানা করা হবে।
সম্প্রতি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিল। সেই পিটিশনের শুনানিতেই এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। পিটিশনে চিকিৎসকদের তরফে অভিযোগ করা হয়েছে, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি অ্যালোপ্যাথিক চিকিৎসাকে ছোট করে দেখায় এবং কিছু রোগ নিরাময়ের বিষয়ে মিথ্যা দাবি করে।
এই পিটিশিনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অভিযোগ জানিয়েছিল, পতঞ্জলির করা দাবিগুলি আদৌ সত্যি বলে প্রমাণিত নয় এবং তা ১৯৫৪ সালের ড্রাগস অ্যান্ড আদার ম্যাজিক রেমেডি আইন এবং ২০১৯ সালের উপভোক্তা সুরক্ষা আইনের মতো আইনগুলিকে সরাসরি লঙ্ঘন করে।
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং প্রশান্ত কুমার মিশ্রের একটি বেঞ্চ পতঞ্জলিকে সতর্ক করে দিয়ে বলেছে, যদি তারা দাবি করে যে তাদের পণ্যগুলি নির্দিষ্ট কিছু রোগ নিরাময় করতে সক্ষম, তাহলে তাদের ১ কোটি টাকা জরিমানা করা হবে। শীর্ষ আদালত পতঞ্জলি আয়ুর্বেদকে ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ বন্ধ করার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে, পতঞ্জলিকে নিশ্চিত করতে হবে তারা সংবাদপত্রে এই জাতীয় অপ্রমাণিত বিবৃতি দেওয়া থেকে বিরত থাকবে।
শীর্ষ আদালত ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে কার্যকর সুপারিশগুলি জানাতে বলেছে। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।