দেশের মাটিতে বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা রয়ে গেল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের। রবিবার ১৯ নভেম্বর গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। এবার রোহিত শর্মার দলের পাশে দাঁড়ালেন শচীন তেন্ডুলকর। রবিবার তিনি ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন। পুরো ম্যাচে ভারতীয় দলকে উৎসাহ দিয়েছেন।
ভারতীয় দল টানা দশ ম্যাচ জিতেও ফাইনাল ম্যাচে জিততে না পারায় গোটা দল ভেঙে পড়েছে পরাজয়ে। শচীন খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন।
শচীন তেণ্ডুলকর রবিবার এই হারের প্রেক্ষিতে কিছু বার্তা দেননি। সোমবার ২০ নভেম্বর ভারতীয় সময় সন্ধ্যায় তিনি নিজের এক্স হ্যান্ডেল (পূর্ববর্তী ট্যুইটার)-এ জানিয়েছেন, ‘‘ষষ্ঠ বিশ্বকাপ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা জানাই। মেগা মঞ্চে একটা গুরুত্বপূর্ণ দিনে ওরা ভাল ক্রিকেট খেলেছে। ভারতীয় দলকে ভাগ্য সঙ্গ দেয়নি। একটা হতশ্রী দিনে গোটা টুর্নামেন্টের স্বাদও নষ্ট করেছে। ক্রিকেটার, অনুরাগী ও শুভাকাঙ্খীদের মনের অবস্থা আমি বুঝতে পারছি। হার খেলারই অঙ্গ। এও মনে রাখলে ভাল এই দলের ক্রিকেটাররাই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিল।’’
শচীন তেণ্ডুলকর সারা জীবনে মোট ছয়বার বিশ্বকাপ খেলেছেন। জিতেছেন একবারই, ২০১১ সালে। এম এস ধোনির নেতৃত্বে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ভারতীয় ক্রিকেটের 'লিটল মাস্টার'।