ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক শনিবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তাদের দৈনিক হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, গত সপ্তাহে তিনটি অঞ্চলে তীব্র স্থল যুদ্ধ হয়েছে। অঞ্চলগুলো হলো- লুহানস্ক ওব্লাস্টের কুপিয়ানস্ক অক্ষ; দ্যোনেস্ক ওব্লাস্টের আভদিভকা এবং খেরসন ওব্লাস্টের নিপ্রো নদীর বাম তীরে, যেখানে ইউক্রেনীয় বাহিনী একটি ব্রিজহেড স্থাপন করেছে।
প্রতিবেদনে বলা হয়, আভদিভকার আশেপাশে রাশিয়ার “বিশেষ করে ব্যাপক হতাহতের ঘটনা” ঘটলেও কোনো পক্ষই কোনো স্থানে তেমন এগিয়ে নেই। ইউরোপের পূর্বাঞ্চলে শীত নামার সাথে সাথে ঐ সব অঞ্চলে কোন উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে ব্রিটিশ মন্ত্রক সতর্ক করে দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার তার দৈনিক ভাষণে বলেন, ইউক্রেন "রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়গুলোর পুনর্গঠনের জন্য সম্পদ খুঁজে বের করবে।"
তিনি বলেন, শুক্রবার তিনি মারিউপোল স্টেট ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন, যা কিয়েভে স্থানান্তরিত হয়েছে। জেলেন্সকি বলেন, বিশ্ববিদ্যালয়টি "কাজ করছে" এবং "ইউক্রেনের উপর , আমাদের জনগণের উপর এবং ইউক্রেন মুক্ত হবে এমন বিশ্বাস বজায় রেখেছে।"
রাশিয়ার প্রবাসীদের মধ্যে জনপ্রিয় অনলাইন সংবাদপত্র মস্কো টাইমসকে শুক্রবার রাশিয়ার বিচার মন্ত্রক "বিদেশি এজেন্টদের" তালিকায় যুক্ত করেছে। ইউক্রেনে যুদ্ধের সমালোচনাকারী সংবাদ মাধ্যম এবং বিরোধীদের বিরুদ্ধে রাশিয়ার অব্যাহত দমন-পীড়নের এটি সর্বসাম্প্রতিক সংযোজন।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ফরেন (বিদেশী) এজেন্টের তকমা পেলে তাদেরকে আরও অধিক আর্থিক নজরদারির মুখোমুখি হতে হয়। এ ক্ষেত্রে তারা (ফরেন এজেন্ট) জনসম্মুখে কিছু প্রকাশ করতে চাইলে তার সঙ্গে একটি নোটিশ সংযুক্ত করতে হবে, যেখানে পরিষ্কারভাবে তাদের এই তকমার বিষয়টি উল্লেখ করা থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা কমানোর উদ্দেশ্যে তাদেরকে এই তকমা দেওয়া হয়ে থাকে।
এই পদক্ষেপ মস্কো টাইমসকে কিভাবে প্রভাবিত করবে তা এখনো পরিষ্কার নয়। ২০২২ সালে রাশিয়ার সামরিক বাহিনী এবং ইউক্রেনের যুদ্ধকে অবমাননা করার কঠোর শাস্তির একটি আইন পাস করার পরে তারা রাশিয়ার বাইরে তাদের সম্পাদকীয় কার্যক্রম সরিয়ে নিয়েছিল।
রাশিয়া পদ্ধতিগতভাবে ক্রেমলিনের সমালোচনাকারী ব্যক্তি এবং সংস্থাগুলিকে লক্ষ্যবস্তু করেছে। দেশটি অনেককেই বিদেশী এজেন্ট এবং "অনাকাঙ্ক্ষিত" হিসাবে চিহ্নিত করেছে। ২০১৫ সালের একটি আইনের অধীনে একে ফৌজদারি অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়।
এই প্রতিবেদনের কিছু তথ্য এসেছে এপি ও রয়টার্স থেকে নেয়া।