নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত

চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে, দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিসিবি মিডিয়া লাউঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে জালাল বলেন, “নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন শান্ত।” স্মরণ করা যেতে পারে, বিশ্বকাপে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে মাঠে না নামায়, শান্ত দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন।

আঙুলের চোটের কারণে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অনুপস্থিত সাকিব আসন্ন টেস্ট সিরিজেও থাকবেন না। ওপেনার লিটন দাসকেও এক মাসের ছুটি দেয়া হয়েছে। সম্প্রতি তিনি কন্যা-শিশুর বাবা হয়েছেন। জালাল বলেন, “লিটন দুই মাসের জন্য ছুটি চেয়েছিলো, আমরা এক মাস মঞ্জুর করেছি।”

অন্যদিকে, বাংলাদেশের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যালান ডোনাল্ড। শিগগিরই নতুন পেস বোলিং কোচ নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে বিসিবি।