ইসরাইলের বিরুদ্ধে ক্রমবর্ধমান সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের ‘মোক্ষম অস্ত্র’ প্রয়োগ

হোয়াইট হাউস, ওয়াশিংটন

গাজায় ক্রমশই মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক মাধ্যমে ফিলিস্তিনিদের কষ্টের ছবি দেখে ইসরাইল চাপের মুখে রয়েছে। আর এদিকে যুক্তরাষ্ট্র গোয়েন্দাদের কিছু তথ্য প্রকাশ করেছে।

হোয়াইট হাউস এবং পেন্টাগন মঙ্গলবার ঘোষণা করে , ইসরাইলের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে এ রকম তথ্য আছে যে হামাস- যাকে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে এসেছে –গাজার শিফা হাসপাতালকে ইসরাইলের বিরুদ্ধে তৎপরতা চালাতে ব্যবহার করছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি , এয়ারফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ভ্রমণরত প্রতিবেদকদের বলেন, “ আমাদের কাছে এমন তথ্য আছে যা এটা নিশ্চিত করে যে হামাস ঐ নির্দিষ্ট হাসপাতালটিকে ‘কমান্ড –এন্ড-কন্ট্রোলের’ সংযোগস্থল হিসেবে ব্যবহার করছে”।

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং পেন্টাগনের প্রতিবেদকদের বলেন, “ সেখানে তাদের অস্ত্র মওজুদ করে রাখা আছে এবং ঐ স্থাপনার উপর ইসরাইলি সামরিক অভিযানের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন আল শিফা হচ্ছে হামাস ও তার মিত্র ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ব্যবহৃত কয়েকটি স্থাপনার মধ্যে মাত্র একটি যা তারা, “ তাদের সামরিক অভিযান লুকিয়ে রেখে তাতে সহায়তা প্রদান এবং জিম্মিদের আটকে রাখার জন্য ব্যবহার করছে”।

এই ধরণের তথ্য প্রকাশ করার কৌশল – যা কীনা হোয়াইট হাউসে কৌশলগত অবনমন বলে পরিচিত-বাইডেন প্রশাসনের জন্য ‘মোক্ষম অস্ত্র’ হয়ে উঠেছে যাতে বিশ্বব্যাপী জনমত তৈরি করা যায়।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠকর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেন, “ আমরা মনে করি বিশ্বের জন্য এটা জানা প্রয়োজন যে হামাস কি ভাবে অসামরিক জনগণের মধ্যে প্রবেশ করেছে এবং হাসপাতালের লোকজনসহ অসামরিক লোকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

কর্মকর্তাটি বলেন, বিশেষত শিফা হাসপাতালকে “ সামরিক তৎপরতা চালানোর জন্য বেছে নেয়ার বিষয়টি যুদ্ধের নিয়মের লঙ্ঘন”।

হোয়াইট হাউসো পেন্টাগন থেকে এই ঘোষণা সম্পর্কে তাৎক্ষণিক ভাবে সামাজিক মাধ্যমে সংশয় প্রকাশ করা হয় যেখানে যুক্তরাষ্ট্রকে এই বলে দোষারোপ করা হয় যে ইসরাইলকে বাঁচানোর জন্য অথবা ইসরাইলের নিজের দাবির উপর ভিত্তি করে এই ঘোষণা করা হয়েছে।

হামাসও ওয়াশিংটনের এই সব অভিযোগ অস্বীকার করেছে।