বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, যেতে পারে বাংলাদেশের দিকে, পশ্চিমবঙ্গের উপকূলে জারি কমলা সতর্কতা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, যেতে পারে বাংলাদেশের দিকে, পশ্চিমবঙ্গের উপকূলে জারি কমলা সতর্কতা

ভারতের পশ্চিমবঙ্গে উৎসবের মরশুম শেষ হওয়ার পরেই দুর্যোগ দেখা দিচ্ছে। বৃহস্পতিবার ১৬ নভেম্বর ভারতীয় সময় সকাল থেকেই কালো মেঘ ঘনাতে শুরু করে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধেয়ে আসছে স্থলভাগের দিকে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ধীরে ধীরে তা উত্তর-পূর্ব দিকে সরে আসছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামী দু'দিন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি, গাঙ্গেয় উপত্যকা এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার ১৫ নভেম্বর রাতে উপকূলবর্তী এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। তাই এখন থেকেই পর্যটকদের সতর্ক করছে স্থানীয় প্রশাসন। এই সময় সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। তাই স্নান করতে না নামার কথা বলা হচ্ছে মাইকিং করে। সেইসঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৬ নভেম্বর নিম্নচাপ দিক পরিবর্তন করে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। নিম্নচাপটি বাংলাদেশের দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। ১৬ থেকে ১৮ নভেম্বর বাংলার উপকূলবর্তী এলাকায় প্রবল দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। ১৮ তারিখ সকাল থেকেই এইসব এলাকায় ৫৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেই জন্য তৎপর প্রশাসন। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।