ভারতের হায়দরাবাদে বহুতল আবাসনে বিধ্বংসী আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত নয়, আহত বহু

ভারতের হায়দরাবাদের এক আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ১৩ নভেম্বর, ২০২৩।

আলোর উৎসব দীপাবলির পরের দিন সোমবার ১৩ নভেম্বর সকালবেলা হায়দরাবাদের এক আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন বহু মানুষ।

আবাসনটি হায়দরাবাদের নামপল্লী এলাকায়। সোমবার সকালে এই আবাসনের একতলায় প্রথমে আগুন লেগে যায়। সেখানে গাড়ি সারানোর কাজ চলছিল। পাশেই রাখা ছিল রাসায়নিক পদার্থ। তাতেই কোনওভাবে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে বহুতলের বাকি অংশেও।

ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়

৯ জনের। আরও ৩ জন মারাত্মকভাবে দগ্ধ হয়ে যান, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আবাসন থেকে মোট ২১ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ১০ জনকে পাওয়া যায় সংজ্ঞাহীন অবস্থায়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, রাসায়নিক থেকে আগুন লেগে যাওয়ার পর জল ঢালা হচ্ছিল, সেই জলেও আগুন নিভছিল না। পরে দমকলে খবর দেওয়া হয়। বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে পৌঁছয় সেখানে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কীভাবে আগুন ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ।