হেজবুল্লাহর নাশকতা বানচালের দাবি মোসাদের, ব্রাজিল-ইসরাইলের সম্পর্কে টানাপোড়েন

ইসরাইল ও হামাসের যুদ্ধে নিহত ইসরাইলের নিহত শিশুদের ছবি রাখা হয়েছে কোপাকাবানা সৈকতে। রিও ডি জানেইরো, ব্রাজিল। ৭ নভেম্বর, ২০২৩।

ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদ এক ব্যতিক্রমী বিবৃতি দিয়েছে। তারা বলেছে, ব্রাজিলে হেজবুল্লাহর হামলার ছক বানচাল করতে তারা সাহায্য করেছে। গাজা ভূখণ্ডে যুদ্ধের পটভূমিকায় লাতিন আমেরিকার এই বৃহত্তম দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্কের টানাপোড়েনের এটাই সর্বসাম্প্রতিক ঘটনা।

ব্রাজিল বুধবার সন্ত্রাসবাদের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ব্রাজিলের মাটিতে সন্দেহভাজন হেজবুল্লাহর নাশকতার ছক রোধের অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতারের ঘটনা । দিনের আরও পরের দিকে মোসাদ প্রকাশ্যে ব্রাজিলের পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে, “গাজার যুদ্ধের পটভূমিতে” হেজবুল্লাহ ইসরাইলি, ইহুদি ও পশ্চিমা লক্ষ্যবস্তুগুলিতে হামলা অব্যাহত রেখেছিল।

মোসাদের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ব্রাজিলের বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো। তিনি বৃহস্পতিবার ইসরাইলকে কড়া তিরস্কার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, “ব্রাজিল সার্বভৌম দেশ” এবং “ব্রাজিলের ফেডারেল পুলিশকে কোনও বিদেশী শক্তি নির্দেশ দিতে পারে না।”

তিনি লেখেন, “আমরা যথাযথ আন্তর্জাতিক সহযোগিতার প্রশংসা করি, কিন্তু ব্রাজিলের পুলিশ সংস্থাকে নির্দেশ দেয় বা অপপ্রচার ও নিজস্ব রাজনৈতিক স্বার্থের জন্য আমাদের তদন্তকে ব্যবহার করে এমন কোনও বিদেশী কর্তৃপক্ষকে আমরা অস্বীকার করি।” পাশাপাশি তিনি আরও বলেন , “আন্তর্জাতিক সংঘাতের সঙ্গে কোনও সম্পর্ক নেই” ব্রাজিলের এই তদন্তের।

ব্রাজিলের ফেডারেল পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডিনো ক্ষুব্ধ কারণ মোসাদের বিবৃতি থেকে মনে হচ্ছে ইসরাইলের কাছ থেকে নির্দেশ নিচ্ছে ব্রাজিল এবং অনেকের ধারণা হতে পারে যে, চলমান যুদ্ধে ব্রাজিল নির্দিষ্ট পক্ষ নিচ্ছে।

মোসাদের তত্ত্বাবধানকারী ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি।