কংগ্রেসের প্রবীণ নেতার মন্তব্য, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আগামী লোকসভা ভোটে কংগ্রেসের একমাত্র যোগ্য প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেসের প্রবীণ নেতার মন্তব্য, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আগামী লোকসভা ভোটে কংগ্রেসের একমাত্র যোগ্য প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, কংগ্রেস তো নয়ই, ইন্ডিয়া জোটের কোনও নেতাকেও আগামী লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে তুলে ধরার পক্ষপাতী নন তিনি। দলের অভ্যন্তরেও এই ব্যাপারে সহমত তৈরি হয়েছে বলে দাবি করেছেন প্রবীণ কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে শরিকি বিবাদ এড়াতেই খাড়্গের এই রণকৌশল। এবার আর এক প্রবীণ কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণাম দাবি করলেন প্রিয়াঙ্কা গান্ধীকে অবিলম্বে প্রধানমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরা দরকার।

উত্তর প্রদেশের এই প্রবীণ নেতা রাজ্যে কংগ্রেসের অন্যতম মুখ। সেইসঙ্গে আধ্যাত্মিক গুরু হিসাবেও তিনি পরিচিত। শুক্রবার ১০ নভেম্বর একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "গান্ধী পরিবার কংগ্রেসের সম্পদ। এখন সময় এসেছে প্রিয়াঙ্কাকে সামনে রেখে এগোনোর।"

এই সাক্ষাৎকারে রাহুল গান্ধীর প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন প্রবীণ নেতা কৃষ্ণাম। কংগ্রেস মল্লিকার্জুন খাড়্গেকে সভাপতি করলেও দলের মুখ হিসাবে রাহুল গান্ধীকে সামনে এগিয়ে দিয়েছে। আগামী জানুয়ারি মাসে রাহুল গান্ধী তার দ্বিতীয় 'ভারত জোড়ো' যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এই সময় উত্তর প্রদেশের প্রবীণ নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ করার প্রস্তাব পেশ করে রাজনৈতিক মহলে নয়া চর্চার সূত্রপাত করলেন। তার কথায়, নরেন্দ্র মোদীকে মোকাবিলা করার মতো বিরোধী শিবিরে একজন নেতা-ই আছেন। তিনি সনিয়া গান্ধীর কন্যা, গান্ধী পরিবারের মেয়ে প্রিয়াঙ্কা।

প্রমোদ কৃষ্ণাম শুক্রবার কংগ্রেস বিষয়ে বলেছেন, কংগ্রেসের অনেক নেতা-ই নিজেকে হিন্দু বলতে অস্বস্তি বোধ করেন। রাম মন্দির নিয়েও তাদের মধ্যে অস্বস্তি রয়েছে। তার কথায়, কংগ্রেসের হিন্দু নেতাদের মুক্তকণ্ঠে বলতে হবে হিন্দু হিসাবে তারা গর্ব বোধ করেন। রাম মন্দির নিয়েও দলের অবস্থান স্পষ্ট করা দরকার।