রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি

ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে কথা বলছেন কমিশনার খ. মহিদ উদ্দিন।

রাজনৈতিক কর্মসূচির নামে যারা নাশকতামূলক কাজ করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা জানান অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, “আমরা সবাইকে অনুরোধ করতে চাই, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হলে পেশাদারিত্ব ও দায়িত্ববোধের অংশ হিসেবে ডিএমপি যা যা করা দরকার তাই করবে। তবে, কেউ যদি নাশকতা করে, আগুন ধরিয়ে দেয়, তাহলে ডিএমপি তাদের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করার পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।”

অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন বলেন, “আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে এ ধরনের অপরাধীদের (অগ্নিসংযোগকারীদের) দায়িত্ব দেয়া হয়েছে এবং তারা নির্বিচারে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।” আগামী ১২ ও ১৩ নভেম্বর আবার দেশব্যাপী অবরোধের ডাক দেয়ায়, রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কিছু না করার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

মহিদ উদ্দিন বলেন, “ডিএমপি ইতিবাচক, সংবেদনশীল এবং যেকোনো রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।” ডিএমপি আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে বলেও জানান তিনি। অতিরিক্ত কমিশনার বলেন, “২৮ অক্টোবর ঢাকা মহানগরীতে ৬৪টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং রাজনৈতিক কর্মসূচিতে যা ঘটেছে তা অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য।”

সম্প্রতি দুর্বৃত্তরা যাত্রীদের ছদ্মবেশে বাসে আগুন দিয়ে পালিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি। বলেন, “জনগণের নিরাপত্তার জন্য; সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে, বিশেষ করে পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে সচেতনতা ও সহযোগিতা আশা করা হচ্ছে।”