তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষে মত দিলেন লোকসভার এথিক্স কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য। মহুয়া মৈত্রর পক্ষে থাকলেন মাত্র চার জন সাংসদ।
মহুয়া মৈত্রকে বহিষ্কারের জন্য সুপারিশ করে বুধবার ৮ নভেম্বর খসড়া রিপোর্ট কমিটির সদস্যদের কাছে পাঠিয়েছিলেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার। তার পর বৃহস্পতিবার ৯ নভেম্বর এথিক্স কমিটির বৈঠক ডেকে এই খসড়া রিপোর্ট নিয়ে সদস্যদের মতামত চাওয়া হয়। রিপোর্ট অনুমোদনের পক্ষে তথা তৃণমূল সাংসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন ৬ জন সদস্য। বাকি চার জন সাংসদ খসড়া রিপোর্টের বিরুদ্ধে মত জানিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন বহুজন সমাজ পার্টি (বসপা) সাংসদ দানিশ আলি।
লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিজেপি ও এনডিএ-র শরিক নিয়ে সরকারের সংখ্যাগরিষ্ঠতা বিপুল। স্বাভাবিক ভাবেই প্রতিটি সংসদীয় কমিটিতে সরকারের প্রতিনিধিরাই সংখ্যায় বেশি। ফলে এথিক্স কমিটির খসড়া রিপোর্ট অনায়াসেই কমিটিতে পাশ হয়ে যায়।
এথিক্স কমিটির রিপোর্টকে এবার চূড়ান্ত বলা যায়। মহুয়া মৈত্রর বিরুদ্ধে এই চূড়ান্ত রিপোর্ট শুক্রবার ১০ নভেম্বর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পেশ করা হবে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলে সেই রিপোর্ট লোকসভাতেও পেশ করা হবে। তার পর গরিষ্ঠসংখ্যক সাংসদের মত নিয়ে স্থির হবে মহুয়া মৈত্রর সাংসদ পদ ও সংসদ থেকে বহিষ্কার বিষয়ক সিদ্ধান্ত।