দূষণ ও যানজট এড়াতে আগামী ২০২৬ সাল নাগাদ ভারতে শুরু হতে চলেছে ই-এয়ার ট্যাক্সি

আগামী কয়েক বছরের মধ্যেই ভারতে আসতে চলেছে ই-এয়ার ট্যাক্সি।

আগামী কয়েক বছরের মধ্যেই ভারতে আসতে চলেছে ই-এয়ার ট্যাক্সি। বিদ্যুৎচালিত এই উড়ানে চাপলে ৯০ মিনিটের পথ পেরোনো যাবে মাত্র ৭ মিনিটে।

ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ, যারা ভারতের বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগোর পৃষ্ঠপোষক, তাদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের আর্চার এভিয়েশন ২০২৬ সাল নাগাদ ভারতে নিয়ে আসতে চলেছে ই-এয়ার ট্যাক্সি সার্ভিস। সাধারণ বিমানের মতো এই বাহনের পরিষেবার খরচ বেশি হবে না, বরং তা সাধারণের নাগালেই থাকবে। সরকারি ছাড়পত্র পেলে ভারতের মতো জনবহুল দেশে এই এয়ার ট্যাক্সি সবচেয়ে সুবিধাজনক গণপরিবহণ ব্যবস্থা হয়ে উঠতে পারে, যা একাধারে যানজট এবং পরিবেশ দূষণের মোকাবিলা করতে সক্ষম।

আর্চার এভিয়েশন উলম্বভাবে ওঠানামার জন্য টেক অফ এবং ল্যান্ডিং এয়ারক্রাফ্ট তৈরি করে। জানা গেছে, এই এয়ার ট্যাক্সি হবে সম্পূর্ণভাবে বৈদ্যুতিক। পাইলট ছাড়া একটি বিমানে মোট চার জন যাত্রী সওয়ার হতে পারবেন। একবার চার্জ দিলে সর্বাধিক ১৬১ কিলোমিটার রাস্তা যেতে পারবে এই এয়ার ট্যাক্সি। প্রাথমিকভাবে ২০০টি বিমান নিয়ে রাজধানী দিল্লিতে এই পরিষেবা চালু করার কথা ভাবা হয়েছে। পরে মুম্বই এবং বেঙ্গালুরুতেও তা চালু হবে।

দুটি সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লিতে সাধারণত যে দূরত্ব যেতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে সেই রাস্তায় এয়ার ট্যাক্সিতে যেতে সময় লাগবে মাত্র ৭ মিনিট। এর ফলে মেট্রো শহরগুলিতে যানজটের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।