জি সেভেন সম্মেলনে ইসরাইলকে গাজা দখলের বিরুদ্ধে সতর্ক করলেন ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন টোকিওতে জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন। (৮ নভেম্বর, ২০২৩)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজা পুনরায় দখলের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করেছেন। যদিও তিনি একমত যে, ফিলিস্তিনি ছিটমহলটিতে হামাস জঙ্গিদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের পরে একটি "ট্রানজিশন পিরিয়ড" প্রয়োজন হতে পারে।

বুধবার টোকিওতে জি সেভেন শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন হামাসকে উৎখাত করতে ইসরাইলের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। গত মাসে ইসরাইলে হামলা করে ১,৪০০ জনকে হত্যা এবং ২০০ জনেরও বেশি লোককে অপহরণ করে হামাস।

তবে ব্লিংকেন বলেন, “এটা পরিষ্কার যে ইসরাইল গাজা দখল করতে পারবে না। কিন্তু এখন বাস্তবতা হচ্ছে, সংঘাতের শেষে কিছু ট্রানজিশন পিরিয়ডের প্রয়োজন হতে পারে। তবে গাজা ও পশ্চিম তীরের শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ফিলিস্তিনি জনগণের থাকা অপরিহার্য।”

মঙ্গলবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সংঘাত শেষ হলে তার দেশ “অনির্দিষ্টকালের” জন্য গাজায় নিরাপত্তা ভূমিকা পালন করবে।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় ইসরাইলের স্থল অভিযান ও বিমান হামলা জোরদার করার ফলে ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে চার হাজারেরও বেশিই শিশু।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।

নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

বুধবার এক যৌথ বিবৃতিতে জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা মানবিক সহায়তা সরবরাহ এবং জিম্মিদের মুক্তির জন্য “মানবিক বিরতি ও করিডোরের” আহ্বান জানিয়েছেন।

রাশিয়া -ইউক্রেন নিয়ে আলোচনা হলেও যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক আহ্বানের মধ্যে এই বৈঠকের আলোচনায় ইসরাইল-ফিলিস্তিন সংকটকেই প্রাধান্য দেয়া হয়।