বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ চলাকালে. প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা দেয়া, ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুরের অভিযোগে, রমনা মডেল থানায় দায়ের করা মামলায় বিএনপির তিন আইনজীবী নেতা আগাম জামিন পেয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিনাদেশ দেন। আগাম জামিন পাওয়া আইনজীবীরা হলেন; বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী নিতাই রায় চৌধুরী এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এর আগে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে ২৯ অক্টোবর রমনা মডেল থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। এসব মামলায় আগাম জামিন চেয়ে, ৫ নভেম্বর হাইকোর্টে আবেদন করেন বিএনপির এই তিন আইনজীবী নেতা।
মঙ্গলবার তারা আদালতে হাজির হন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন; আইনজীবী কায়সার কামাল, সুব্রত চৌধুরী, মো. রুহুল কুদ্দুস ও সগীর হোসেন।অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।
পরে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রুমি বলেন, “তিন জনকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেছেন হাইকোর্ট। তারাও (তিনজন) এ বিষয়ে আদালতকে আশ্বস্ত করেছেন।”
আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস বলেন, “জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন জ্যেষ্ঠ আইনজীবী। তাদের বিরুদ্ধে মামলার এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এসব যুক্তিতে তাদের আগাম জামিন চায়া হয়েছিলো।”
ছাত্রদল নেতা আমান গ্রেপ্তার
এদিকে, পুলিশ কনস্টেবল আমিরুল হত্যায় জড়িত সন্দেহে ছাত্রদল নেতা আমান উল্লাহকে সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মঙ্গলবার(৭ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, “পুলিশের ওপর হামলার জন্য বিএনপির হাইকমান্ডের নির্দেশ ছিলো।”
গ্রেপ্তার আমান উল্লাহ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য সচিব।