ভারতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরুর আগে কেদারনাথ সফরে রাহুল গান্ধী, দল জানাল ব্যক্তিগত সফর

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেদারনাথ সফরে। ৫ নভেম্বর, ২০২৩।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিন দিনের জন্য কেদারনাথ সফরে গিয়েছেন। রবিবার ৫ নভেম্বর দীর্ঘ সময় ধরে হিন্দুদের এই তীর্থক্ষেত্রে পুজো দিয়েছেন তিনি। তারপরেই দেব দর্শনে লাইনে দাঁড়ানো পুণ্যার্থীদের মধ্যে চা বিলি করেন কংগ্রেস সাংসদ।

রাহুল গান্ধীকে নিজেদের মধ্যে পেয়ে অনেকেই তার সঙ্গে সেলফি তোলার আগ্রহ দেখান। তিনি অধিকাংশ ক্ষেত্রেই সম্মতিও দেন।

মঙ্গলবার ৭ নভেম্বর থেকে ভারতে শুরু হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। এই সময় রাহুল গান্ধীর তিন দিনের কেদারনাথ সফর নিয়ে দলের অভ্যন্তরে নানা মত দেখা দিয়েছে।

দেব দর্শনে লাইনে দাঁড়ানো পুণ্যার্থীদের মধ্যে চা বিলি করেন কংগ্রেস সাংসদ। ৫ নভেম্বর, ২০২৩।

যে পাঁচ রাজ্যে নির্বাচন তার মধ্যে কংগ্রেস শাসিত দুই রাজ্যে রাজস্থান ও ছত্তীসগড়ে হিন্দু মন্দির সংস্কার সরকারের অন্যতম কর্মসূচি। কংগ্রেস নেতারাও নির্বাচনী প্রচারে বিজেপির মোকাবিলায় মন্দির কর্মসূচি তুলে ধরছেন।

দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কেদারনাথ-বদ্রীনাথ সফর করেছেন। প্রধানমন্ত্রীর সেই সফরের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে বিজেপি।

কংগ্রেস নেতৃত্ব সরাসরি রাহুল গান্ধীর কেদারনাথ সফরকে দলের সঙ্গে মেলায়নি। দলের তরফে বলা হয়েছে, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।