দিল্লিতে বায়ুদূষণ রোধে এক সপ্তাহ জোড়-বিজোড় নিয়মে রাস্তায় গাড়ি নামানোর নির্দেশ রাজ্য সরকারের

নভেম্বরের শুরুতেই দিল্লিতে বায়ুদূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় চার, পাঁচ গুণ বেশি।

ভারতের রাজধানী দিল্লিতে নভেম্বরের শুরুতেই বায়ুদূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় চার, পাঁচ গুণ বেশি। রাজধানী এবং লাগোয়া এলাকায় বহু মানুষ বাইরে বেরোনো এড়িয়ে বাড়িতে থাকছেন। বাইরের বাতাসে দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে দিল্লির আম আদমি পার্টির সরকার সোমবার ৬ নভেম্বর বড় পদক্ষেপ নিল। রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেন, কালী পুজোর পরদিন দিওয়ালি অর্থাৎ ১৩ নভেম্বর থেকে ২০ তারিখ পর্যন্ত দিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকায় জোড় ও বিজোড় পদ্ধতিতে রাস্তায় গাড়ি নামবে। অর্থাৎ একদিন শুধু জোড় সংখ্যার নম্বর প্লেটের গাড়ি চলবে। পরদিন চলবে বিজোড় সংখ্যার গাড়ি। এইভাবে পথে গাড়ির সংখ্যা কমিয়ে বায়ুদূষণে লাগাম দিতে চাইছে সরকার।

দিল্লির আম আদমি পার্টি জোড় ও বিজোড় পদ্ধতিতে রাস্তায় গাড়ি নামিয়ে বায়ুদূষণে লাগাম দিতে চাইছে।

এর আগেও দিল্লিতে গাড়ির জোড়-বিজোড় ব্যবস্থা কার্যকর হয়েছে। এবার আপাতত সাতদিনের জন্য তা চালু রাখার সিদ্ধান্ত হয় সোমবারের সরকারি বৈঠকে। পরিস্থিতির উন্নতি না হলে ২০ তারিখের পরও এই ব্যবস্থা চালু রাখা হতে পারে বলে রাজ্য সরকার সূত্রে জানা গেছে।