অর্থনৈতিক সমস্যা ও অভিবাসন নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার হোয়াইট হাউসে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় নেতাদের অভ্যর্থনা জানাচ্ছেন। চীন ও অন্যান্য বৈশ্বিক প্রতিযোগীদের মোকাবিলা করতে এই অঞ্চলে সম্পর্ক মজবুত করতে চান তিনি।
শুক্রবারের এই জমায়েতে যোগ দেওয়ার কথা রয়েছে বারবাডোস, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টা রিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, পেরু ও উরুগুয়ের নেতাদের।উপস্থিত থাকবেন মেক্সিকো ও পানামার প্রতিনিধিরাও।
অর্থনৈতিক সমৃদ্ধিতে আমেরিকার সহযোগিতা বা এপিইপি নেতাদের শীর্ষ সম্মেলন এমন একটা সময় উদ্বোধন হতে চলেছে যখন গাজায় ইসরাইল-হামাস সংঘাত ও রুশ আক্রমণকারীদের প্রতিহত করতে ইউক্রেনের লড়াই বাইডেনের বিদেশ নীতির আলোচ্যসূচিতে প্রাধান্য পাচ্ছে।
পশ্চিম গোলার্ধে যে দেশগুলি অভিবাসীদের আশ্রয় দিচ্ছে তাদের সহায়তা দিতে আন্তঃআমেরিকান উন্নয়ন ব্যাঙ্ক ও বেসরকারি অনুদান দাতাদের নিয়ে নতুন অর্থনৈতিক উপায় ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য অর্থনৈতিক সমন্বয় সম্প্রসারিত করা এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসন-প্রত্যাশীদের আগমন রোধ করা। এমনটাই জানিয়েছেন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা।
এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, “দেশগুলি যখন অভিন্ন অর্থনৈতিক কর্মসূচি নিয়ে সম্মিলিতিভাবে কাজ করছে…তখন তারা এই অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতাকে পরিবর্তন করার ক্ষমতা রাখে; যে-অঞ্চল প্রযুক্তি গ্রহণ ও বর্তমান প্রবণতার সুফল নেওয়ার ক্ষেত্রে সমগোত্রীয় দেশগুলির তুলনায় ধীর গতিতে অগ্রসর হচ্ছে।”