ভারতের প্রধান বিচারপতির গুরুত্বপূর্ণ বার্তায় উঠে এল হিন্দি সিনেমার জনপ্রিয় সংলাপ

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দেশের আইনজীবীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেছেন, "বারবার মুলতবি চেয়ে সুপ্রিম কোর্টকে যেন তারিখ পে তারিখের পীঠস্থান না করে ফেলা হয়।"

প্রধান বিচারপতি বলেছেন, “আমি বার অ্যাসোসিয়েশন-এর সবার কাছে অনুরোধ করছি খুব দরকার না হলে যেন মুলতবি চাওয়া না হয়। আমি চাই না দেশের শীর্ষ আদালত তারিখ পে তারিখের কোর্ট হয়ে যাক”। শুক্রবারই সুপ্রিম কোর্টে ১৭৮টি মুলতবির আর্জি জমা পড়েছে।

উল্লেখ করা যেতে পারে 'তারিখ পে তারিখ' জনপ্রিয় হিন্দি সিনেমা 'দামিনী'-তে আইনজীবী চরিত্রে অভিনেতা সানি দেওলের সংলাপের একটি অংশ। ত্রিশ বছর আগে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার কোর্টরুম দৃশ্যের এই সংলাপ আজও মুখে মুখে ফেরে। সেই সংলাপকেই গুরুত্বপূর্ণ বার্তা দিতে ব্যবহার করলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি শুক্রবার, ৩ নভেম্বর বলেন, গড়ে রোজ ১৫৪টি করে মুলতুবির আর্জি জমা পড়ে। জরুরি ভিত্তিতে শুনানির আর্জির তুলনায় এই সংখ্যা অনেক বেশি। তার কথায়, রোজ ৫৯টি বিষয় সুপ্রিম কোর্টে মেনশন করা হয়। মুলতুবির আর্জির সংখ্যা এর তিন গুণ বেশি থাকে। শুধু সেপ্টেম্বর আর অক্টোবর মাসে ৩৬৮৮টি মুলতবির আর্জি সার্কুলেট হয়েছে।

তবে প্রধান বিচারপতি এও বলেন, "কোনও মামলা তালিকাভুক্ত হওয়া আর শুনানির মাঝের সময় অনেকটা কমেছে। বার অ্যাসোসিয়েশন-এর জন্যই তা সম্ভব হয়েছে। এটা আরও কমাতে হবে।"

সারা দেশে এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে কয়েক কোটি মামলা। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের দেওয়া তথ্য অনুযায়ী দেশের সব আদালত মিলিয়ে ৫ কোটিরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

দেশের বিচার ব্যবস্থার সামগ্রিক অগ্রগতি খুব বেশি হয়নি বলে ধরে নিয়ে দেশের প্রধান বিচারপতি সেদিকে দৃষ্টি আকর্ষণ করে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।