রাশিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন ঢালাও নিষেধাজ্ঞা আরোপ

ফাইল: লোকজন নোভাটেকের আর্কটিক এলএনজি টু প্রকল্পের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রকল্পটি সুমেরু বৃত্তের কারা সমুদ্রসীমা বরাবর রাশিয়ার গাইডেন উপত্যকায় অবস্থিত। ৩০ নভেম্বর, ২০২১।

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাশিয়ার উপর নতুন করে ঢালাও নিষেধাজ্ঝা আরোপ করেছে। ‘এর লক্ষ্য হচ্ছে রাশিয়ার ভবিষ্যৎ জ্বালানি শক্তির সক্ষমতা, নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা এবং একটি আত্মঘাতী ড্রোন যা কীনা ইউক্রেনের সৈন্য ও সাজসরঞ্জামের জন্য বিপত্তিস্বরূপ । তা ছাড়া শত শত লোক ও প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে এই সর্বসাম্প্রতিক পদক্ষেপের লক্ষ্য হচ্ছে সাইবেরিয়ায় আর্কটিক-টু এলএনজি নামের বিশাল এক প্রকল্পের মালিকানা এবং উন্নয়ন, তৎপরতা সংশ্লিষ্ট একটি বড় প্রতিষ্ঠান। ঐ প্রকল্প তরলীকৃত প্রাকৃতিক গ্যাস চালান দেবে বলে মনে করা হচ্ছে।

ওয়াশিংটনের আরেকটি লক্ষ্য হচ্ছে কেইউবি-বিএলএ এবং ল্যানসেট আত্মঘাতী ড্রোন যা কীনা ইউক্রেনে রুশ সামরিক বাহিনী ব্যবহার করছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বানিজ্য বিভাগ তার রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় রাশিয়া ও উজবেকিস্তানের ১৩ টি প্রতিষ্ঠানকে যুক্ত করেছে যারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতির স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে।

সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও চীনে নিষেধাজ্ঞা অমান্য করেছে যারা যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলছে এই দেশগুলিতে অবস্থিত কোম্পানিগুলি একাধিক ব্যবহারযোগ্য পণ্য রাশিয়ার কাছে পাঠিয়েছে যার মধ্যে রয়েছে এমন সব উপকরণ যা রাশিযার অস্ত্র ব্যবস্থায় সাহায্য করে।