ভারতে চলতি ক্রিকেট বিশ্বকাপে বৃহস্পতিবার ২ নভেম্বর ভারতের ৩৫৭ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ৫৫ রানে। বিশ্বকাপ তথা বিশ্ব ক্রিকেট এই ফলাফল রেকর্ড।
ভারত প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে গেল প্রথম দল হিসেবে।
তিন রানে শ্রীলঙ্কার চার উইকেট পড়ে যায়। ভারতের তিন পেস বোলার জসপ্রীত বুমরা, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ মিলে ১৩ ওভারেই আট উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। শ্রীলঙ্কার মোট সাতজন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন।
এক সময়ে ছিল, তিন ওভারে সাত রান দিয়ে চার উইকেট। শামি নিলেন পাঁচ উইকেট ১৮ রানের বিনিময়ে।
এই ম্যাচে কোহলি (৮৮), শুভমন গিল (৯২) ও শ্রেয়স আইয়ার (৮২) দলকে পাহাড়প্রমাণ রান করতে সাহায্য করেন।
বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন মহম্মদ শামি। তিনি চলতি আসরের প্রথম চারটি ম্যাচে খেলার সুযোগ পাননি। বাকি তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই ম্যাচের সেরা হয়েছেন। তিন ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন। বিশ্বকাপে মোট ৪৫টি উইকেট নিয়ে দেশের সর্বোচ্চ উইকেটের মালিক হলেন শামি। তিনি টপকে গিয়েছেন জাহির খান ও জাভাগল শ্রীনাথকে।
এমনকী শামি তিন ম্যাচেই উইকেট নিয়েছেন তিনটি করে। সেটিও একটি রেকর্ড। এতদিন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে হরভজন সিং পাঁচ উইকেট পেয়েছিলেন তিন বার। শামি পেলেন চারবার। সেদিক থেকে তাকেও ছাপিয়ে গিয়েছেন ‘সহেসপুর এক্সপ্রেস’ নামে জনপ্রিয় শামি।
মুম্বইতে ম্যাচের সেরা হয়ে শামি বলেছেন, ‘‘আমার জীবনে লড়াইকে আমি অগ্রাধিকার দিয়ে এসেছি। পরিশ্রম যেমন করেছি, পাশাপাশি লক্ষ্যও ঠিক রেখেছিলাম। সেটাই শেষমেশ কাজে দিয়েছে।’’
সাফল্যের রহস্য প্রসঙ্গে এই পেসার বলেছেন, ‘‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। সতীর্থরা ভাল পারফর্ম করছে, তাই আমার কাজও সহজ হয়েছে। সাফল্যের কোনও রহস্য নেই। সঠিক লাইন লেংথ বল রাখার চেষ্টা করি। নতুন বলে সুইং বেশি হয়। সে কারণে লাইন লেংথ নিখুঁত রাখা আরও বেশি প্রয়োজন।’’