ব্রিটিশ অ্যাকাডেমি বুক প্রাইজ জিতলেন ভারতীয় বংশোদ্ভূত লেখিকা নন্দিনী দাস

লেখিকা নন্দিনী দাস

ব্রিটিশ অ্যাকাডেমি বুক প্রাইজ জিতলেন ভারতীয় বংশোদ্ভূত লেখিকা নন্দিনী দাস। তার লেখা বই ‘কোর্টিং ইন্ডিয়া: ইংল্যান্ড, মুঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিনস অফ এম্পায়ার’-এর জন্য এই সাহিত্য পুরস্কার পেলেন তিনি। ব্রিটিশ অ্যাকাডেমি বুক প্রাইজ-এ তিনি শংসাপত্র ও আর্থিক পুরস্কার পাবেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য বিভাগে অধ্যাপনা করেন নন্দিনী। নন্দিনী দাসের এই বইয়ের কেন্দ্রে রয়েছেন স্যর টমাস রো, যিনি সপ্তদশ শতকে ভারতে এসেছিলেন ব্রিটিশদের দূত হয়ে। বইটি
ব্রিটিশ অ্যাকাডেমির চেয়ারম্যান চার্লস ট্রিপ জানিয়েছেন, নন্দিনী তার লেখা বইটিতে ভারত ও যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব, আধিকারিক এবং বণিকদের প্রসঙ্গ তুলে সেই সময়কার এক অজানা তথ্য মেলে ধরেছেন। সেই সঙ্গে মুঘল রাজনীতির উত্থান ও পতন খুব সুন্দরভাবে নন্দিনী তার বইয়ে তুলে ধরেছেন।

লেখিকা নন্দিনী দাস

ব্রিটিশ অ্যাকাডেমির একাদশতম বর্ষে সম্মানিত করা হল এই ভারতীয় বংশোদ্ভুত লেখিকাকে। ব্রিটিশ অ্যাকাডেমির প্রেসিডেন্ট জুলিয়া ব্ল্যাক বলেছেন, ভাল লেখার মূল্যায়ন করে ব্রিটিশ অ্যাকাডেমি। সেখানে সভ্যতা, সংস্কৃতি আলাদা করে বিচার করা হয় না। নন্দিনী দাসের লেখা বইটিতে ঐতিহ্যের দিকগুলি আলোকপাত করা হয়েছে বলে জানিয়েছেন জুলিয়া।

নন্দিনীর জন্ম ভারতের পশ্চিমবঙ্গে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হওয়ার পরে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে থেকে এম.ফিল এবং পিএইচডি করেন। লিভারপুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে বহু বছর কর্মরত ছিলেন নন্দিনী। এরপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন।