পুতিন পরমাণু পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৫ অক্টোবর মস্কোতে পারমাণবিক প্রতিরোধ বাহিনীর স্থল, সমুদ্র ও আকাশ প্রশিক্ষণ পরিচালনা করেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ক্রেমলিন আরোপিত পারমাণবিক পরীক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে একটি বিলে স্বাক্ষর করেছেন।

পুতিন বলেন, পারমাণবিক পরীক্ষা বিষয়ে হোয়াইট হাউসের অবস্থানকে অনুসরণ করেই মস্কো সার্বিকভাবে তাদের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি যা সিটিবিটি নামেও পরিচিত তাথেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।

যুক্তরাষ্ট্র সিটিবিটিতে স্বাক্ষরকারী দেশ কিন্তু তারা কখনও তা অনুমোদন করেনি। চীন, ইরান, ইসরাইল, মিশর, উত্তর কোরিয়া, ভারত ও পাকিস্তানসহ আরও সাতটি দেশ এই চুক্তি অনুমোদন করেনি।

অক্টোবর মাসে রাশিয়ার পার্লামেন্টের উভয় কক্ষে সিটিবিটি থেকে বেরিয়ে আসার বিলটি পাস হয়। আশা করা হয়েছিল যে পুতিন বিলটি স্বাক্ষর করে তাকে আইনে পরিণত করবেন।

পুতিন পশ্চিমা দেশগুলোকে সুস্পষ্ট একটি বার্তা পাঠিয়েছেন এবং কিছু বিশ্লেষক মনে করেন যে দুই দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার বহাল রাখার পরে পুনরায় পারমাণবিক পরীক্ষা শুরু করার অর্থ হচ্ছে ইউক্রেনের পাল্টা আক্রমণে সহায়তাকারী নেটো দেশগুলিকে ভয় দেখানোর একটি রাজনৈতিক কৌশলমাত্র।

তবে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাওয়া উচিত কিনা সে বিষয়ে পুতিন এখনও সিদ্ধান্ত নেননি যদিও বিভিন্ন বিশেষজ্ঞরা এটি করার পক্ষে যুক্তি দেখিয়েছেন।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গত মাসে বলেছিলেন, যুক্তরাষ্ট্র নতুন কোনো পারমাণবিক পরীক্ষা না করলে ক্রেমলিন এই নিষেধাজ্ঞা মেনে চলবে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে থেকে নেয়া হয়েছে।