বুধবার, ১ নভেম্বর ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ভারতের এক বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজ-এর ৫৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল।
এই সম্পত্তির মালিক সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর নরেশ গোয়েল, তার স্ত্রী অমৃতা এবং পুত্র নিভান। ইডি জানিয়েছে, এই সম্পত্তির মধ্যে আছে ১৭টি বাড়ি। আবাসিক এবং বাণিজ্যিক, দুই ধরনের ভবনই আছে তালিকায়। সেগুলি ভারত ছাড়াও রয়েছে দুবাই এবং লন্ডন-এ।
নরেশের সংস্থার বিরুদ্ধে মূল মামলাটি ছিল সিবিআই-এর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে কানাড়া ব্যাংক জেট এয়ারওয়েজ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ঋণের টাকা নয়ছয় করার। কানাড়া ব্যাংক ছাড়াও স্টেট ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক-এর কনসোর্টিয়াম এই ঋণ দিয়েছিল। সেই টাকা নানাভাবে অন্যত্র সরানো হয়। ইডি বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করে।