অভ্যন্তরীণ রাজস্ব সেবার অর্থায়ন কমিয়ে শুধু ইসরাইলকে (ইউক্রেন নয়) ১ হাজার ১৪৩০ কোটি ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের হাউজ রিপাবলিকান আইনপ্রণেতারা। মঙ্গলবার ডেমোক্র্যাট ও রিপাবলিকান— উভয় দলের সিনেটররা এই পরিকল্পনা নিয়ে তাদের সংশয়ের কথা জানিয়েছেন এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন এই বিল পাস হলেও তাতে ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন।
সোমবার প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা শুধু ইসরাইলের জন্য একটি স্বতন্ত্র, সম্পূরক ব্যয় প্রস্তাব উত্থাপন করেন, যা ছিল স্পিকার হিসেবে মাইক জনসনের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই বিলের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের আগের ১০ হাজার ৬০০ কোটি ডলার প্যাকেজের কোনো সম্পর্ক নেই। বাইডেনের প্যাকেজে ইসরাইল ও ইউক্রেনের জন্য সহায়তা, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের সঙ্গে আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠার জন্য অর্থায়ন এবং মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তের নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যয়ের কথা বলা হয়েছে।
রিপাবলিকানরা হাউজে ২২১ বনাম ২১২ আসনে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছে। তবে বাইডেনের ডেমোক্র্যাটরা ৫১ বনাম ৪৯ আসনে সিনেটের নিয়ন্ত্রণে আছে। হাউজ ও সিনেটের অনুমোদন ও বাইডেনের স্বাক্ষর ছাড়া এই প্রস্তাবটি আইনে রূপান্তরিত হবে না।
সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট আইনপ্রণেতা জানান, রিপাবলিকানদের এই বিলটি হাউজে পাস করলেও উচ্চকক্ষে এসে এটি অনুমোদন পেতে ব্যর্থ হবে।
সিনেটের ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার সংবাদদাতাদের বলেন, “মোট কথা হল,এটা কোনো যৌক্তিক প্রস্তাব নয়”
প্রশাসন জানিয়েছে,এ ধরনের কোনো বিল বাইডেনের ডেস্কে আসলে তিনি তাতে ভেটো দেবেন।
হোয়াইট হাউজের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় জানিয়েছে,“এই বিল ইসরাইল, মধ্যপ্রাচ্য ও আমাদের নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য ভালো হবে না।”
রিপাবলিকানরা এ সপ্তাহেই বিলটি হাউজের অনুমোদন পাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন।