বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং গাজায় সহায়তা বাড়াতে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

ইসরাইল এবং হামাসের চলমান যুদ্ধের মধ্যেই গাজা উপত্যকার সীমান্ত বরাবর দক্ষিণ ইসরাইল থেকে তোলা একটি ছবিতে গাজায় ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ২৯ অক্টোবর, ২০২৩।

তিন সপ্তাহ ধরে গাজায় ইসরাইলের বোমাবর্ষণের ফলে সৃষ্ট মানবিক সংকট নিয়ে ক্রমবর্ধমান ক্ষোভের প্রেক্ষিতে রবিবার যুক্তরাষ্ট্র গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরাইলকে চাপ দেয় এবং অবিলম্বে ত্রাণ সহায়তা বৃদ্ধি করতে বলে।

প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এক ফোন কলে বলেছেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। তিনি বলেছেন, ইসরাইলের আত্মরক্ষা এমনভাবে করা উচিত যাতে তা বেসামরিক নাগরিদের সুরক্ষার আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। হোয়াইট হাউস একথা জানায়।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

হোয়াইট হাউস বলেছে, অবরোধকৃত উপকূলীয় ছিটমহলে সরবরাহ কমে যাওয়ায় বাইডেন "গাজার বেসামরিক নাগরিকদের চাহিদা মেটাতে অবিলম্বে এবং উল্লেখযোগ্য হারে মানবিক সহায়তার প্রবাহ বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।"

গাজায় ক্রমাগত বৃদ্ধি পেতে থাকা হাজার মানুষের মৃতের সংখ্যার কারণে বাইডেন প্রশাসন ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে যে এটি যাতে তারা স্পষ্ট করে, ইসরাইলের প্রতি তাদের সমর্থন দরিদ্র ওই ছিটমহলে ইসরাইল যা করছে সেটির প্রতি সোজাসাপ্টা সমর্থন জানানো নয়।

রবিবারের আগে টেলিভিশন সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান বলেন, গাজার নিরীহ মানুষের জীবন রক্ষা করার দায়িত্ব ইসরাইলের।

বাইডেন তার নিজের ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে থেকেও যুদ্ধবিরতির আহ্বানের জন্য চাপের সম্মুখীন হচ্ছেন।

গাজা উপত্যকার জনসংখ্যা ২৩ লাখ। তাদের চিকিৎসা কর্তৃপক্ষ বলছে, ইরান-সমর্থিত হামাসকে নির্মূল করার জন্য ইসরাইলের অভিযানে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

খাদ্য, পানি এবং ওষুধের সরবরাহ কম থাকায় গাজার হাজার হাজার বাসিন্দা জাতিসংঘের গুদাম এবং বিতরণ কেন্দ্র ভেঙে ভেতরে ঢুকে যায়।

গাজার বেসামরিক মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য "মানবিক বিরতির" ক্রমবর্ধমান আহ্বান এবং গাজায় চলমান ইসরাইলের ক্রমাগত বোমা হামলার কারণে আন্তর্জাতিক ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।