কাজাখস্তানে একটি খনির অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪২

কাজাখস্তানে আরসেলরমিত্তাল তেমিরতাউ পরিচালিত কসতেনকো কয়লা খনি। ২৮ অক্টোবর ২০২৩।

রবিবার কাজাখস্তানে আর্সেলরমিত্তালের মালিকানাধীন একটি খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ হয়েছে। এখনো নিখোঁজ আরও ৪ শ্রমিককে খুঁজে পেতে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলা সংক্রান্ত মন্ত্রক।

মন্ত্রক এক বিবৃতিতে বলছে, “অকেজো হয়ে পড়া খনন কাজে ব্যবহৃত উপকরণ ও পাথরের টুকরোর উপস্থিতির কারণে অনুসন্ধান অভিযান বিঘ্নিত হচ্ছে।”

মন্ত্রক আরও বলছেন, উদ্ধারকর্মীরা ৪ কিলোমিটার (আড়াই মাইল) ব্যবধানে অবস্থিত দুটি এলাকায় শ্রমিকদের খুঁজছেন।

লাক্সেমবার্গ ভিত্তিক ইস্পাতনির্মাতা আরসেলরমিত্তাল এমটি.এলইউ-র স্থানীয় ইউনিটের পরিচালক আরসেলরমিত্তাল তেমিরতাউ শনিবার জানায়, মিথেন গ্যাস থেকে কসতেনকো খনিতে বিস্ফোরণ ঘটার পর সেখানে কর্মরত ২৫২ জন ব্যক্তির মধ্যে ২০৬ জনকে বের করে নিয়ে আসা হয়েছে।

জরুরী পরিস্থিতি মোকাবিলার জন্য নিবেদিত মন্ত্রক জানায়, তারা খনির গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।