বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন তার মেয়ে শামারুহ মির্জা। রবিবার (২৯ অক্টোবর) ভয়েস অফ আমেরিকাকে পাঠানো বার্তায় তিনি আরও বলেন, "তাকে (মির্জা ফখরুল) কোথায় নিয়ে যাওয়া হয়েছে সরকারকে তা এক্ষুনি আমাদের জানাতে হবে।"
ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন, "আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ সকালে বাংলাদেশ পুলিশ আটক করেছে। তারা ঢাকায় আমাদের বাসায় এসে তাকে তুলে নিয়ে যায়। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই!"
সরকারকে অবিলম্বে তার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) অবস্থান সম্পর্কে জানানোর দাবী জানান শামারুহ মির্জা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটক
২৯ অক্টোবর (রবিবার) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ভয়েস অফ আমেরিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভয়েস অফ আমেরিকাকে শায়রুল কবির খান জানান, "আজ ২৯ অক্টোবর সকাল ৯ টা ২০ মিনিট গুলশান ১৮ বাসা ৭১ নম্বর রোড থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার-কে নিয়ে গিয়েছেন। তিনি অসুস্থ, এই পরিস্থিতিতে নিয়ে যাও খুবই দুঃখজনক।"
শনিবারের সংঘর্ষ, ভাঙচুরের পর বিএনপির সমাবেশ স্থগিত, রবিবার হরতাল আহবান
সংঘর্ষ, ভাঙচুরের ঘটনার জের ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শনিবারের (২৮ অক্টোবর) মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়। ঘটনার প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) সারাদেশে হরতাল আহবান করেছে বিএনপি।
শনিবার (২৮ অক্টোবর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে, এই হরতালের ঘোষণা দেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুরে হ্যান্ডমাইকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।