মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীকে নিশানা করার বিরুদ্ধে ইরানকে সতর্ক করলেন বাইডেন

ফাইল-হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন

ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে এক বিরল বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই বার্তায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নিশানা করতে নিষেধ করে তেহরানকে সতর্ক করেছেন তিনি। এই অঞ্চলে আমেরিকান বাহিনীর উপর বেশ কয়েকবার হামলার পর বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি এক সংবাদ সম্মেলনে বলেন, “একটা সরাসরি বার্তা পাঠানো হয়েছে।” এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।

জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

৭ অক্টোবরে জঙ্গি গোষ্ঠী হামাস ইসরাইলের উপর হামলা চালায় এবং এই হামলায় অন্তত ১৪০০ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এরপর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত এড়িয়ে চলতে চান যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে । ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

পেন্টাগন জানিয়েছে এই অঞ্চলে হামলা বৃদ্ধি পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং বিমান প্রতিরক্ষা জোরদার করতে। যুক্তরাষ্ট্রের প্রায় ৯০০ বাড়তি সৈন্য সেখানে রওয়ানা হয়েছে বা সম্প্রতি পৌঁছেছে।

তা ছাড়া পেন্টাগন আরও জানিয়েছে , গত সপ্তাহে ইরাকে অন্তত ১২ বার ও সিরিয়ায় ৪ বার যুক্তরাষ্ট্রের বাহিনীকে আক্রমণ করা হয়েছে।

বুধবার বাইডেন বলেন, তিনি আয়াতুল্লাহকে সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের বাহিনীকে যদি বিরতিহীন ভাবে নিশানা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র তার পাল্টা জবাব দেবে। তবে, এই বার্তা কীভাবে পাঠানো হয়েছে তা নিয়ে তিনি কিছু বলেননি।

তিনি সংবাদদাতাদের বলেন, “আয়াতুল্লাহর জন্য আমার সতর্কবার্তা হল এই যে, যদি তারা ওই বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ চালিয়ে যায় তাহলে আমরা পাল্টা জবাব দেব। এ জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। এর সঙ্গে ইসরাইলের কোনও সম্পর্ক নেই।”