ভারতে আগামী নভেম্বর মাসে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। পশ্চিম ভারতের রাজ্য রাজস্থান তার মধ্যে অন্যতম।
বুধবার ২৫ অক্টোবর রাজস্থানে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘোষণা করেন, রাজস্থানে কংগ্রেস সরকার এই বিধানসভা নির্বাচনে জিতে আবার ক্ষমতায় এলে মহিলাদের বছরে ১০ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। রাজস্থানের ঝুনঝুনে নির্বাচনী সভায় গেহলট আরও ঘোষণা করেন, পাঁচশো টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার যে স্কিম তিনি চালু করেছেন ফের সরকার গড়তে পারলে ওই সুবিধা এক কোটির বেশি পরিবারকে দেওয়া হবে।
বুধবার রাজস্থানে বিধানসভা ভোটের প্রচারে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রথমে স্থির ছিল ঝুনঝুনের জনসভায় প্রিয়াঙ্কা গান্ধী দলের হয়ে বড় কোনও সুবিধার কথা ঘোষণা করবেন। পরে কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত বদল করে মুখ্যমন্ত্রী গেহলটের মুখ দিয়ে গৃহলক্ষ্মী যোজনা ঘোষণার সিদ্ধান্ত নেয় তাতে সরকারি সিলমোহর দিতে।
রাজস্থানে কংগ্রেস মূলত গেহলট সরকারের সামাজিক প্রকল্পগুলিকে হাতিয়ার করে ভোট চাইছে। পাঁচশো টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রকল্প ছাড়াও সাড়া ফেলেছে কংগ্রেস সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প। এতে পরিবার পিছু ২৫ লাখ টাকা বিমার সুবিধা আছে। এছাড়া, সারা দেশের মধ্যে রাজস্থানেই একমাত্র চিকিৎসার অধিকার আইন চালু আছে। এই সুবিধা দিতে গিয়ে সরকারের উপর বিপুল টাকার বোঝা চাপলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সভায় ঘোষণা করেছেন, বিজেপি রাজস্থানে ক্ষমতায় ফিরলে গেহলট সরকারের সব প্রকল্পই চালু রাখবে। কোনওটাই বন্ধ করা হবে না।
এর আগে গেহলট সরকারের কিছু প্রকল্পের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। প্রচারে গেহলট সেই প্রসঙ্গ তুলে ধরছেন। এরফলে প্রধানমন্ত্রী মোদী রাজস্থানে দুর্নীতি ও আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগকে হাতিয়ার করেছেন গেহলট সরকারের বিরুদ্ধে।