যেকোনো হামলার 'সুস্পষ্ট' জবাব দেবে যুক্তরাষ্ট্র, ইরানকে সতর্ক করলেন ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখছেন। (২৪ অক্টোবর, ২০২৩)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে উত্তেজনা বাড়ার সাথে সাথে যুক্তরাষ্ট্র তার প্রক্সিদের যেকোনো হামলার "সুস্পষ্ট" জবাব দেবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি অধিবেশনে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোন সংঘাত চায় না। আমরা এই যুদ্ধ আরও বিস্তৃত হোক এটাও চাই না। কিন্তু ইরান বা তার প্রক্সিরা যদি কোথাও যুক্তরাষ্ট্রের সৈন্যদের ওপর হামলা চালানোর মতো কোন ভুল করে তবে আমরা দ্রুতই এবং চূড়ান্তভাবে আমাদের জনগণকে রক্ষা করব, আমাদের নিরাপত্তা রক্ষা করব।”

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে জোটের অংশ হিসেবে ইরাকে অবস্থানরত আমেরিকান সৈন্যদের ওপর নতুন করে হামলায় ইরান সহায়তা করে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে রক্তক্ষয়ী হামলা চালানো হামাসকে ইরানের নেতৃত্ব সমর্থন করে। লেবাননের শিয়া মিলিশিয়া হিজবুল্লাহর সাথেও ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যার কারণে ইসরাইলের সাথে বারবার দ্বন্দ্ব ঘটেছে।

ইসরাইলের শীর্ষ কূটনৈতিক সমর্থক যুক্তরাষ্ট্র গত সপ্তাহে সংঘাতের একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়ে বলেছে, এতে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্পষ্টভাবে রক্ষা করা উচিত ছিল।

যুক্তরাষ্ট্র নতুন একটি প্রস্তাব উত্থাপন করেছে যা ইসরাইলি এবং ফিলিস্তিনি উভয় হতাহতের জন্য সহানুভূতি প্রকাশ করবে। এটি আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা মেনে চলাকালীন "ব্যক্তিগত এবং সম্মিলিত আত্মরক্ষার জন্য সমস্ত রাষ্ট্রের অন্তর্নিহিত অধিকার" রক্ষা করবে।

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই যে কোনও জাতির নিজেকে রক্ষা করার অধিকার নিশ্চিত করতে হবে এবং এই ধরনের ক্ষতির পুনরাবৃত্তি রোধ করতে হবে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।