ভারতের বিহারে দশেরার মেলায় পদপিষ্ট হয়ে মৃত তিন, আহত একাধিক

ভারতের বিহারের গোপালগঞ্জে দশেরা মেলা।

ভারতের বিহারের গোপালগঞ্জে প্রতি বছর দশেরা উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়। সেখানেই ঠাকুর দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন দর্শনার্থীরা। পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশু সহ তিন জনের। বাকি ২ জন মৃতরা, মহিলা। সোমবার ২৩ অক্টোবর ভারতীয় সময় গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

ঘটনায় আহতের সংখ্যা একাধিক। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা স্থলে কোনও পুলিশি প্রহরা ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই ঠাকুর দেখার ভিড় বাড়ছিল। আচমকাই হুড়মুড়িয়ে বহু মানুষ মণ্ডপে ঢুকে পড়েন। এরপরই শুরু হয় ঠেলাঠেলি। তারই জেরে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, একদিকে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় অন্যদিকে মেলার ভিড়। পুলিশ না থাকায় শুরু থেকেই বিশৃঙ্খলা হচ্ছিল। প্যান্ডেলে ঢোকার সময় সেই ধাক্কাধাক্কিতে একটি শিশু পড়ে যায়। তাকে উদ্ধার করাকে কেন্দ্র করেই শুরু হয় ঠেলাঠেলি। তারই জেরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের কর্তারা।

প্যান্ডেল এবং মেলা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য জুতো। আনন্দ উৎসবে গিয়ে এভাবে চরম পরিণতি নেমে আসায় এলাকায় রীতিমতো শোকের ছায়া। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। কী কারণে মেলা এবং প্যান্ডেলে পুলিশ ছিল না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের শীর্ষ কর্তারা।